বৃহষ্পতিবার, 27 জুলাই 2017 14:19

যেমন ভেসে ছিলো বাতাসে

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                যেমন ভেসে ছিলো বাতাসে
 - মণি জুয়েল(Moni Jewel)

ডগা বেয়ে ঝরে পড়ছে জমে থাকা-
বিন্দুগুলো
পৌঁছে যাচ্ছে ধরণীর অভ্যন্তরে।
শুষে নিচ্ছে তৃষ্ণার্ত যোনি সব

শুষে নিক সব, সব সব সবই

আমি তো জানি,এ মরুভূমি না
আসলে মরুভূমি বলে কিছু নেই।
প্রাণগুলো-
সবসময় তবুও শুণ্যেই ভেসে থাকে!

**23.07.17-ধুলিয়ান-06:06PM**            
            
648 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মণি জুয়েল

মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই  শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক miLZXL বুধবার, 05 জুলাই 2023 20:01 লিখেছেন miLZXL

    Once those first seven nine days of your cycle are over, you cycle start watching to see nolvadex you are actually ovulating or take cheap propecia no prescription Saunders; 2004

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.