আসলে যে তুমি - মণি জুয়েল(Moni Jewel) তুমি কি জানো ডোনা, কচি-জামপাতার মতো তোমার ঠোঁট, দিন কয়েকের-লাউয়ের মতো স্তন, লাল কুমড়োর মতো নিতম্ব! কিন্তু জেনো, এসব আসলে তুমি নও! তুমি নও খেয়ালী বাতাসের মতন তুমি... ওহ্ থামিও না বলতে দাও, বলতে দাও মন... যে মন থেকে ভালোবাসো আমায়- সে মনও তুমি না মোটে! একটু থামো, একটু শান্ত হয়ে যাও,শোনো। শুনতে থাক Firmly, অন্তঃচুপকথা বলতে পারো, আদৌ পারবে বলে দিতে সব যা কিছু মন থেকে? ***06.08.2017-ধুলিয়ান-12:50PM***
মণি জুয়েল
মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |
মণি জুয়েল এর সর্বশেষ লেখা
2 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক সোমবার, 30 অক্টোবর 2023 13:26 লিখেছেন exellamug
Seven days after virus injection, kanamycin was given subcutaneously twice daily for 12 consecutive days cheap cialis generic online
- মন্তব্যের লিঙ্ক বুধবার, 19 জুলাই 2023 13:16 লিখেছেন LlSqGgRr
cocaine, bupivacaine implant pills similar to viagra
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.