সোমবার, 07 আগষ্ট 2017 14:23

একলা দুপুরের নীল স্বপ্ন

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                একলা দুপুরের নীল স্বপ্ন
 - মণি জুয়েল(Moni Jewel)

মিষ্টি-বাতাসটা কোনদিক থেকে আসছে 
তা ঠিক বোঝা যাচ্ছে না 
চেষ্টাও করছি না, শুধু অনুভব করছি।
করছি তাও ঠিক না,
হয়েই যাচ্ছে স্বাভাবিক ভাবে।
জানালার পাশে নারকেল পাতাগুলো
দুরে ওই বাগানের বাঁশপাতাগুলো
বেশ দুলে যাচ্ছে...
ঠিক যেন মাঝবয়সী দম্পতি!

হয়তো তরঙ্গ নেই, নদীর স্নিগ্ধতা তবু...

পড়শি-বাড়ির রান্নার-সুবাস
বেশ খেলে যাচ্ছে
খিদে জাগিয়ে। বৌটির স্নান ভেজা
শরীর, তার পিনাগ্র ছুঁয়ে আসা বাতাস
অনুভূতি দিয়ে যাচ্ছে শরৎএর!
করছি কিছুই না-
হয়ে যাচ্ছে সব, স্বাভাবিক নিয়ম মেনে!
ভেসে যাচ্ছে সু-শুভ্র মেঘ-
কিশোরের মৈথুন বীর্যের মতো নীল-স্বপ্নে!

***07.08.2017-ধুলিয়ান-12:55PM***            
            
700 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মণি জুয়েল

মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই  শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক NPsmODE সোমবার, 03 জুলাই 2023 03:24 লিখেছেন NPsmODE

    Most patients in heart failure are prescribed a loop diuretic because they are more effective in unloading sodium and water than thiazide diuretics levitra on line sale Does your pubic hair grow back after chemo

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.