মঙ্গলবার, 08 আগষ্ট 2017 21:43

বেকার জীবন

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                বেকার জীবন 
 - মণি জুয়েল(Moni Jewel)

বাবা রিটায়ার্ড করেছেন বেশ ক'বছর হলো,
বোনের বিয়েতে খরচ বেশ ভালো হয়েছে।
সমাজ-রক্ষা বলে কথা
তবুও বাকী এখনো দেন'র কিছুটা।
ওই ছেলে়টি চাকুরি খুঁজে ফেরে।
শিক্ষিত-সমাজ ওদের বেকার বলে।
কয়দিন আগে বাবার স্কুলের এক
মাস্টারমশাই এসেছিলেন 
স্নাতক-মেয়ের বিয়ের নেমন্তন্ন করতে
বললেন-
জামাইটি কি যেন ইঞ্জিনিয়ারিং পাশ-টাশ,
তা বাবু, তুমি এখন কিছু জব-টব করছো?
নিরুপায়...
যুবকটি, উত্তরহীন নিশ্চুপ থেকেছিলো!
টিভির কি একটা চ্যানেলে-
তখন বছরে কয়েক লক্ষ ঘোষনা
উপচে ঝরে পড়ছিলো হাততালিতে!
চাকিরি খুঁজে ফেরা ওই ছেলেটি
দুরেই দাড়িয়ে লক্ষর লক্ষ্য পূরণে!
তবু সফল মঞ্চের ওরা-
প্রেমিকা যন্ত্রবিদের ধর্ষণের বৈধ-উপাদান
ধর্মের ফাঁসে ঝুলছে জীবন, বেকার-জীবন।

***08.08.2017-ধুলিয়ান-06:30সন্ধ্যে***            
            
655 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মণি জুয়েল

মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই  শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক DWAjoZ রবিবার, 09 জুলাই 2023 06:06 লিখেছেন DWAjoZ

    This recommended dose regimen is based on regular use in patients with stable asthma and may not be appropriate for treatment of patients with acute bronchospasm cialis tadalafil

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.