পতন লাল আলোয় - মণি জুয়েল(Moni Jewel) ক্রমশঃই লাল হয়ে আসছে পশ্চিমের আকাশ, ফিকে হয়ে যাচ্ছে প্রকৃতি, সবুজপাতাগুলো! পাখিদের জাগিয়ে, হয়তো- জেগে উঠবে আবারো কোনো এক প্রান্তে। এই দিকে ফিরছে কৃষক মাঠ থেকে মাথায় নিয়ে গাদা দুবড়ি ঘাসের বোঝা! কমে গেছে হৈ চৈ এখন হাঁকডাক নেই, কোনো আহ্বানও না! / ভেসে আসছে আবছা মাইকের শব্দ, অনেক-দূরে কারা যেন, কি বলছেন যেন পথের নাটকের মঞ্চে! সময়ই নেই কারো শোনার। মেন রোডে- ছুটে চলেছে ট্রাক, বাইক, হর্ণ দিতে দিতে... আপন যাত্রাপথের ঠিকানায়। ঘনিয়েছে গাছতলা, জ্বলে উঠছে বাল্বগুলো সূর্যের প্রতীক্ষায় রক্তিম সকালের পূর্ব আকাশ। ***17.08.2017- ধুলিয়ান-06:05PM***
মণি জুয়েল
মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |
মণি জুয়েল এর সর্বশেষ লেখা
2 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক বৃহষ্পতিবার, 25 এপ্রিল 2024 02:20 লিখেছেন Pedrohic
mexican rx online: Online Pharmacies in Mexico - mexican rx online
- মন্তব্যের লিঙ্ক রবিবার, 02 জুলাই 2023 07:32 লিখেছেন yMnEBJ
Also, cardiovascular and body water distribution are highlighted can you take viagra with blood thinners
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.