এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 26 ফেব্রুয়ারী 2015 01:39

জাগো বাঙালি জাগো

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                ওরে কে আছিস তোরা ছুটে আয়, 
আসেনি এখনো বাংলার বুকে ভোর।
আমারি ঘুম ভেঙ্গেছে,
থাকিসনে আর অন্ধ ঘুমে বিভোর।
এখনো শুনা যায় পাক- হানাদারের ডাক
তারাই তোদের রেখেছে ঘুমিয়ে , জাগরে এবার জাগ ।
ছিনিয়ে নে সেই বাংলা ,
যে বাংলায় গর্জে ছিল জিয়াউর
উঠেছিল বঙ্গবন্ধুর হাত ।
ওরে নিয়ে গেল মোদের সব
কথা দিয়ে সামনে, রেখে যাবে বাংলার সব ।
তোরা ভুলিসনে তাদের কথায় ,
তারাই যে বাংলার সত্যি কারের দানব ।
এই বাংলার জন্য যুদ্ধ করেছিল কত বীর
রেখে গেছে বাংলার রুপ
তাঁরাই যে বাংলার সত্যি কারের মানব ।
ওরে নিয়ে গেল সব চোখেরি সামনে
আমরাই পড়ে আছি হয়ে অবুঝ বাংলার মানব ।
আছিস কে তোরা আয় ছুঁতে আয়
আর দেরি নয় সকলের শক্তিতে
তারাবো আবার বাংলার দানব ।
855 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 26 ফেব্রুয়ারী 2015 17:37
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

5 মন্তব্য