রবিবার, 27 আগষ্ট 2017 21:40

ষোড়শী

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ষোড়শী, 
তোর বিরুদ্ধে রায় দিয়েছে শান্তিবাদী ঈশ্বর, 
তুমি নাকি নষ্টা মেয়ে, নষ্ট তোমার বর।
তাইতো ওরা মিলেমিশে দিয়েছে ফতোয়া,
৭২ এ সতী ছিলি, ইদানীং তুই ভুয়া। 

ষোড়শী,
সুন্দরী হয়ে জন্ম নেয়া অপরাধ ছিল তোর,
তাইতো ওদের কুনজর লাগছে তোর উপর।
ওদের থেকে কেমন করে রক্ষা করি তরে,
ওরা আমার বাংলাদেশের ছিচকে বাহাত্তুরে।

ষোড়শী,
তুই যে আমার সোনার বাংলার সুন্দুরী বিধি,
তোকে নিয়ে নিয়ে গর্বিত বাংলার  প্রতিনিধি,
হাসতে হাসতে গেলি কন্যা জমিদারের চকে, 
তাইতো কন্যার কাটিলো পাও পঁচা শামুকে। 

ষোড়শী,
তোরে বলেছিলাম, ওর  সাথে দিসনা তুই তাল
জানতাম তোরে নষ্ট করবেই শান্তির ছাওয়াল।
তোরে আজি কথা দিলাম, রাখতে তোর সতীত্ব,
জীবন দিতে হলেও দিব, এ যে আমার দায়িত্ব। 

মোহাম্মদ সহিদুল ইসলাম            
            
598 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোহাম্মদ সহিদুল ইসলাম

মোহাম্মদ সহিদুল ইসলাম, পিতাঃ ডাঃ মোঃ সফি উদ্দিন, ১৯৭৭ সালের ১লা জানুয়ারী, আমার জন্ম-ঢাকা জেলার ধামরাই থানার বেলীশ্বর গ্রামে নানা আলী আজগর মুন্সির বাড়ীতে । পৈত্রিক নিবাস, ঢাকা জেলার ধামরাই থানার অর্জ্জুন-নালাই গ্রামে, কিন্তু বাবার চাকরী জনিত কারনে আমি ছোটবেলা থেকেই মানিকগঞ্জ জেলার, সাটুরিয়া থানার বরুন্ডী গ্রামে বড় হই। বর্তমানে এই গ্রামেই আমি স্থায়ী ভাবে বসবাস করছি। দুই ভাই এক বোনের মধ্যে আমি বাবা-মার প্রথম সন্তান। আমার লেখাপড়া শুরু হয় উমানন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এবং এই বিদ্যালয় থেকে ৪র্থ শ্রেণী ও বরুন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করি, পরে কোলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক মঞ্জুরীকৃত ধানকোড়া গিরীশ ইনস্টিটিউশন (হাই স্কুল) হতে ১৯৯২ সালে সাফল্যের সহিত এস,এস,সি পরীক্ষা পাশ করি । সরকারী দেবেন্দ্র কলেজ হতে ১৯৯৪ সালে আই,কম, ১৯৯৬ সালে বি,কম এবং একই কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়_বাংলাদেশের অধীনে ১৯৯৮ সালে ব্যবস্থাপনা বিষয়ের উপর এম,কম সমাপ্ত করি। এম,কম শেষ পর্বের পরীক্ষা শেষ করার আগেই আমি ১৯৯৮ সালে একটি বেসরকারী প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে যোগদান করি এবং চাকুরীরত অবস্থায় এম,কম সমাপনী পর্ব সাফল্যের সাথে সমাপ্ত করি। ২০০৮ সাল পর্যন্ত আমি বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কাজ করি।২০০৯ সাল হতে আগস্ট/২০১৪ সাল পর্যন্ত জুরং শিপইয়ার্ড_ সিঙ্গাপুরে কম্পিউটার অপারেটর হিসেবে এবং সেপ্টেম্বর/২০১৪ হতে অদ্যাবধি প্রজেক্ট সুপারভাইজার হিসেবে _ স্যাম্বক্রপ মেরিন_সিঙ্গাপুরে কাজ করছি। আমি ছোটবেলা থেকে লেখালেখি করি । মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের আবহমান বাংলা ম্যাগাজিনে প্রথম লেখা শুরু। আমি গল্প,কবিতা, প্রবন্ধ ( রাজনৈতিক এবং সমসাময়িক) এবং উপন্যাস লেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আধুনিক বা সাম্প্রতিক পটভূমিকা নিয়ে লেখাই হল আমার অভিগমন। মানুষের দুঃখ-দুর্দশা আমার মনকে সর্বাধিক ক্ষতবিক্ষত করে। আমার প্রথম প্রকাশিত বইয়ের নাম “আবীর”। যৌথভাবে আমার প্রকাশিত বই ১০০ কবির প্রেমের কবিতা ২য় এবং ৩য় খণ্ড । “চির সাথী শুচিতা”আমার একক ভাবে দ্বিতীয় কাব্যগ্রন্থ। আমি দেশ এবং বিদেশের বেশ কিছু অনলাইন এবং প্রিন্ট মিডিয়ায় নিয়মিত গল্প, কবিতা এবং উপন্যাস লিখছি_ এর মধ্যে রয়েছে _ বাংলারকন্ঠ (সিঙ্গাপুর), দৈনিক সিলেটের আলাপ, আমাদের কিশোরগঞ্জ, বাংলারকন্ঠ(অস্টেলিয়া),সাভার নিউজ ২৪ ডট কম, সংবাদ ২৪ ডট নেট, প্রিয় ডট কম, রাঙ্গুনিয়া ২৪ ডট কম, এবি নিউজ২৪, বিবেকবার্তা ডট কম, বাংলা কবিতা ডট কম, বিডি নিউজ ২৪ ডট কম, গল্প কবিতা ডট কম ইত্যাদি। মোহাম্মদ সহিদুল ইসলাম sahidul_77@yahoo.com

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক plosiny মঙ্গলবার, 20 জুন 2023 02:50 লিখেছেন plosiny

    Second, as aforementioned, an increased rate of anti osteoporotic agent usage can be attained as long as it can be linked to the cancer treatment itself best place to buy cialis online forum

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.