শুক্রবার, 13 অক্টোবর 2017 16:28

কিভাবে ভালো বাসবো তোমায়

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                কিভাবে ভালো বাসবো বলো তোমায়
   আমি যে মূক ,বধির ,অন্ধ 
তারপরেও কেন চাইছ তুমি আমায় ।
জানো, আমার একটা হিদয় ছিল,
পথের ধুলায় লোটপুটি খেয়ে –খেলে 
সেই ছোটবেলায় ই বিকিয়ে দিয়েছি ।
আর এই যে আমার দু চোখ তুমি দেখছ ,
দৃশ্যত জ্বল জ্বল করছে মণি,
সহস্র আলোক কনা বাহির হতে ঠিকরে ঠিকরে পরছে,
এই চোখ আর কোন মেয়ে কে দেখেনি , সেদিনের পর
পিছে আমার নিখাদ ভালবাসায় খাদ জন্মাবার ভয়ে ।
শ্রবন ইন্দ্রিয় টাও সেদিন থেকে স্লীপ মুডে আছে ,
শুধু একজনের কথাই শুনে ,
আর মূক হয়েছি তো সে দিন, যে দিন মিরু চলে গেল ।
তারপরেও তুমি কেন করছ পিড়া পিড়ি ।
আমার দু চোখ আজ বর্ণহীন অন্ধকারের প্রজা 
ভাষাহীন মানুষ আমি ,কিভাবে ভাসবো তোমার মনে,
আগেই বলেছি ,আমার হিদয় খোয়া গেছে ।
তোমাকে বলার মতো আর কোন কথা বাকি নেই,
তোমাকে দেওয়ার মতো অবশিষ্ট কিছু আর নেই ।
তোমায় কিভাবে বাসবো ভালো বলো?
শোনো,আমার একটা কলম আছে ,তুমি নিবে ?
মিরু মেয়েটা খুবই মনভোলা ,সবি নিয়ে গেছে
শুধু রঙ খসে যাওয়া কলম টা রেখে গেছে ভুলে ।
তুমি নিবে ,নিবে কলম টা।
যেখানে যা ইচ্ছা তোমার লিখো ,
যত টা ক্ষণ চাও ,বিনিময় লাগবে না ,
শুধু কার্বন নিঃশেষ হলে ,বেরং খোলস টা ফিরিয়ে দিয়ো।            
            
777 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 13 অক্টোবর 2017 16:33
শেয়ার করুন
আশরাফুল অ্যাস্ট্রু

আমি আশরাফুল অ্যাস্ট্রু । আমার জন্ম টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন এর আজগোড়া গ্রামে । আমি বর্তমানে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানে পড়াশুনা করছি । তার পাশাপাশি লেখা লেখি চালিয়ে নেওয়ার চেষ্টা করছি । আমি বিশ্বাস করি একদিন আমি পারবো ,আমার স্বপ্নকে ছুঁতে । সেই উদ্দেশেই পথচলা ।

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.