শনিবার, 21 অক্টোবর 2017 21:20

বিরহের তরী

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                কত দিন চলে গেছে, দেখিনি তোমায়।
সাধের স্বপ্ন আমার, হৃদয় পোড়ায়।
বুকে শুধু হাহাকার, গানে নেই সুর।
তুমি আছো ছেড়ে মোরে, দূর বহু দূর।
আজ তুমি ব্যথা হয়ে, মোর কলিজায় ;
ঠনঠন করে বাজো, যেন শূন্যতায়।
কবিতায় শুধু মোর, বেদনার রেশ।
বিরহের তরী মোর, চলে কোন দেশ?

ভালবাসা ভালবাসে, কষ্ট দেয় পরে।
ভালবাসা দিন শেষে, অশ্রু হয়ে ঝরে।
নরম মনের তরে, ভালবাসা কাঁদে।
বুক ভরা ভালবাসা, পড়ে রয় ফাঁদে।
তোমায় দেখার সাধ, হয় না পূরণ।
আমার কথা তোমার, হয় কি স্মরণ?

রচনা কাল ঃ
২০/০৭/২০১৭ ইং
১০ঃ৫৪ এএম।            
            
662 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 21 অক্টোবর 2017 21:21
শেয়ার করুন
শাহিন আলম সরকার

শাহিন আলম সরকার ১৯৯৭ সালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তেঁয়াশিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ তোফাজ্জল হোসেন এবং মাতা মোছাঃ সাফিয়া বেগম। তিনি তেঁয়াশিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০১৫ সালে এস.এস.সি এবং বেলকুচি ডিগ্রী কলেজ থেকে ২০১৭ সালে এইচ.এস.সি পাশ করেন। বর্তমানে সরকারী আকবর আলী কলেজে পদার্থ বিজ্ঞানে অনার্স করছেন। ছোট বেলা থেকে তিনি বই পড়তে খুবই ভালবাসেন। তখন থেকেই তার লেখা লেখির সূচনা হয়। সাহিত্যের বিভিন্ন শাখায় তার লেখা-লেখির প্রচুর আগ্রহ রয়েছে।

2 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.