মঙ্গলবার, 23 জানুয়ারী 2018 22:40

স্বপ্ন যাত্রা সংগঠন

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                স্বপ্ন যাত্রা সংগঠন

নতুন স্বপ্নিল স্বপ্ন, স্বপ্ন যাত্রা সংগঠন
শব্দ পাঁজরে আঘাতে হয় কবিতা গঠন
নতুনকে জাগিয়ে করে নতুনত্ব উন্মোচন
নবীন প্রবীণ মিলে গড়ে তোলে আন্দোলন।

সিংহভাগে এগিয়ে মসৃণ পথ দেখায় প্রবীণ
বন্ধুর গিরিখাত পেরিয়ে কবিতা আঁকে নবীন
দ্বৈত বলয় মরুঝড় বহমান নব্য কাব্য কানন
মৃতবৎসা সমাজ কবিতার আঁচড়ে হয় সঞ্চালন।

শ্বাপদসঙ্কুল পরিপূর্ণ পঙ্কিলতা করো নির্বাসন
শব্দে শব্দে ঝংকারে গড়ে তেলো আন্দলোন
স্বপ্ন যাত্রা স্বার্থক হোক করো অগ্নি প্রোজ্জ্বলন
প্রাণ সঞ্চার হোক স্বপ্নিল স্বপ্ন তরী সংগঠন।            
            
491 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক ozQCYmxP রবিবার, 16 জুলাই 2023 15:29 লিখেছেন ozQCYmxP

    Studies of human disease and animal models of photoreceptor degeneration Roque et al cialis buy online Incomeppc DwewRYrumjFnZYNDjC 5 29 2022

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.