এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 27 ফেব্রুয়ারী 2015 01:23

ছাই ফু- ২৩

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                (প্রসঙ্গঃ মশা নীতি বনাম ভুল রাজনীতি) 

মশা যবে আটকায় ঘুমের মানুষের টানানো মশারিতে   
ভুত-ভবিষ্যৎ ভুলে বড় বেপরোয়া হয়ে কামড়ায় সে।
একদা রক্তের বদলা নিতে জেগে ওঠা জনতার হাতে
অকাল প্রাণ দিতে হয় তার ইলেক্ট্রিক শক/চপেটাঘাতে।
তেমনই কোন রাজনৈতিক দল নিজদের ভুল সিদ্ধান্তে    
যখন পড়ে বিপাকে, কাদায় আটকে দ্যাখে শর্ষের ফুল    
তখনই বিগড়ায় জনতারে বানায় ক্ষুধা শিকারের মূল।
ধবংসের মহরায় উসিল দিতে চায় কৃতকর্মের মাশুল
ফল সদা বিপরীত যেই জাগে ক্ষীপ্ত জনতা ক্ষমতার মূল।
827 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 27 ফেব্রুয়ারী 2015 01:37
শেয়ার করুন
মুজিবুর রহমান মুনীর

নিজের কাছে নিজেরে অচেনা যে।

মুজিবুর রহমান মুনীর এর সর্বশেষ লেখা

4 মন্তব্য