সোমবার, 26 ফেব্রুয়ারী 2018 01:00

জন্মদিনে

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                জন্মদিনে তোমায়
           মোঃ মোশাররফ হোসেন

কি দিবো তোমায়, আছে কি অবশিষ্ট
কিবা চাইবে, পাবে কি তাহা?
মলিন মুখে থাকবে ভুলে
রাগান্বিত না পাওয়ার বেদনায়।
মমতা,ভালবাসার বুনট যেথায়
জ্যোৎস্না মাখা আকাশে তারা পূর্ণ
কুয়াশাছন্ন ভোরের সকাল
রুপ মেলা সাঁজে তোমার জন্যে।
আশার দুয়ার খোলা থাকে চেয়ে
জোনাকির আলোর ভীড়ে,
রোজা রেখে মোনাজাত তুলে
চাই শুধু স্রষ্টার কাছে
আশা যেন পূর্ণ হয় তোমার;
চাওয়া পাওয়ার ঢালা থাকুক সমাকীর্ণ
সাফল্যে তোমার নাহি ভাবি কসুর।
এ বার্ষিকীতে আগমন ধরায়
তোমায়,সে কথা ভুলিনী আমি
বার্ষিকী  হতে বার্ষিকী  সমর্পণে
আগত দিন পুঞ্জ উঠুক পূন্যে ভরে,
মোর বাসনা কামনা রইলো
প্রিয় তোমার জন্মদিনে।
 ফুল ফুটেছে শিমুলের ডালে
সুবাসে ছড়ায় শুভ জন্মদিন এসেছে,
রিক্ত আমি রিক্ততায় আজি
ভালবাসা দিলাম তোমায় সপে
হৃদয় উজার হয়েছে সমীপে।            
            
545 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ মোশাররফ হোসেন

আমার নাম মোঃ মোশাররফ হোসেন।পিতার নাম আঃ মান্নান বেপারী মাতার নাম মজিদা বেগম। ২৫ ডিসেম্বর শরিয়তপুর জেলার জাজিরা থানাধীন বি কে নগর কাজী কান্দি মাতুল আলয় জন্ম গ্রহন করি।পৈত্রিক নিবাস একই থানার পূর্ব নাওডোবা মঙ্গল খার কান্দি।ভাইবোনের মধ্যে আমি দ্বিতীয়। এলাকার চরখাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেনি পাশ করি।পরে পূ্র্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয় ভর্তি হলেও বি কে নগর পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে জে এস সি এবং পূ্র্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয়ে এস এস সি পাশ করি।বর্তমান ঢাকায় জিনজিরা পি. এম. পাইলট স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষে। পারিবারিক ও অন্যান্য কারনে পড়ালেখা বাঁধা প্রাপ্ত হয়।নিজ চেষ্টায় পড়ালেখা চালিয়ে যাওয়ায় পড়ালেখার গতি ধীরস্থির।এছাড়াও আমার এখন বেশি পড়তে ভাল লাগে না।তবে সাহিত্য: জীবন কাহিনী,গল্প, উপন্যাস, ছোট গল্প, স্মৃতিচারন মুলক ও স্বাবলম্বী ভাষায় লেখা বই পড়তে বেশ ভাল লাগে।আমার স্বপ্ন ছিল অনেক কিন্তু সৃষ্টি প্রদত্ত কিছু গুন ও পারিপার্শ্বিক কারনে সবার সব সম্ভব হয় না।এখন আমার স্বপ্ন সাংবাদিক হবো এবং পাশাপাশি লেখক।ছোটবেলা চাচাতো ভাইয়ের মুখে তার বন্ধুর ডাইরি ভর্তি লেখার গল্প শুনি আর স্বপ্ন দেখি আমিও লিখব।সেই স্বপ্ন থেকেই আমার কলম গতিশীল। তাছাড়া আমার লেখনির পিছনে আরো একজনের কথা না বললেই নয়, সে হলো আমার আপন বন্ধু, বন্ধু সুলভ বোন মোসাঃ রুমা আক্তার।যার উত্সাহ আমার শক্তি হিসেবে কাজ করে। মা-বাবা, বড় ভাইয়ের ভালবাসাই আমার জীবনের সম্পদ।

1 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.