মঙ্গলবার, 27 ফেব্রুয়ারী 2018 19:19

একুশের জাদু

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                একুশের জাদু
    মোঃ মোশাররফ হোসেন

থাকবো না আর থেমে
ভেঙে দিবো সকল বাঁধা,
একুশ আমার বয়স।
চুপচাপ রয়েছি অনেককাল
সহে না প্রানে অন্যায় অত্যাচার,
একুশ আমার বয়স।

মুষ্টিবদ্ধ করেছি হাত
উড়াবো আজ বিজয়ের নিশান।
একুশের মন্ত্র বলে জ্বলে উঠেছি
পেয়েছি বাংলা আমার রাষ্ট্রভাষা।

একুশের তেজ নয় বৃথা
একুশ আমার প্রেরণা,
ছিনিয়ে এনেছি লাল সূর্য
স্বাধীন করেছি মাতৃভূমি,
পাক-হানাদার হয়েছে কাবু
কারন, একুশ আমার বয়স;

একুশ হলো অজানা জাদু 
একুশে প্রেম,একুশে ভালবাসা,
একুশে বাঁধি সংসার
একুশে আমি নব জোয়ান।।            
            
515 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ মোশাররফ হোসেন

আমার নাম মোঃ মোশাররফ হোসেন।পিতার নাম আঃ মান্নান বেপারী মাতার নাম মজিদা বেগম। ২৫ ডিসেম্বর শরিয়তপুর জেলার জাজিরা থানাধীন বি কে নগর কাজী কান্দি মাতুল আলয় জন্ম গ্রহন করি।পৈত্রিক নিবাস একই থানার পূর্ব নাওডোবা মঙ্গল খার কান্দি।ভাইবোনের মধ্যে আমি দ্বিতীয়। এলাকার চরখাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেনি পাশ করি।পরে পূ্র্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয় ভর্তি হলেও বি কে নগর পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে জে এস সি এবং পূ্র্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয়ে এস এস সি পাশ করি।বর্তমান ঢাকায় জিনজিরা পি. এম. পাইলট স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষে। পারিবারিক ও অন্যান্য কারনে পড়ালেখা বাঁধা প্রাপ্ত হয়।নিজ চেষ্টায় পড়ালেখা চালিয়ে যাওয়ায় পড়ালেখার গতি ধীরস্থির।এছাড়াও আমার এখন বেশি পড়তে ভাল লাগে না।তবে সাহিত্য: জীবন কাহিনী,গল্প, উপন্যাস, ছোট গল্প, স্মৃতিচারন মুলক ও স্বাবলম্বী ভাষায় লেখা বই পড়তে বেশ ভাল লাগে।আমার স্বপ্ন ছিল অনেক কিন্তু সৃষ্টি প্রদত্ত কিছু গুন ও পারিপার্শ্বিক কারনে সবার সব সম্ভব হয় না।এখন আমার স্বপ্ন সাংবাদিক হবো এবং পাশাপাশি লেখক।ছোটবেলা চাচাতো ভাইয়ের মুখে তার বন্ধুর ডাইরি ভর্তি লেখার গল্প শুনি আর স্বপ্ন দেখি আমিও লিখব।সেই স্বপ্ন থেকেই আমার কলম গতিশীল। তাছাড়া আমার লেখনির পিছনে আরো একজনের কথা না বললেই নয়, সে হলো আমার আপন বন্ধু, বন্ধু সুলভ বোন মোসাঃ রুমা আক্তার।যার উত্সাহ আমার শক্তি হিসেবে কাজ করে। মা-বাবা, বড় ভাইয়ের ভালবাসাই আমার জীবনের সম্পদ।

এই বিভাগে আরো: « প্রাণের মেলা বাঁধা »

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক lvqIXJM রবিবার, 02 জুলাই 2023 10:58 লিখেছেন lvqIXJM

    It is the largest scientific program expressly designed for the educational needs of forensic nurses in the world finasteride walmart This study generated substantial enthusiasm that metformin might enhance the efficacy of other anti tumor agents, particularly endocrine drugs

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.