রবিবার, 04 মার্চ 2018 01:40

শিশু মনের ভাষা

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                শিশু মনের ভাষা
      মোঃ মোশাররফ হোসেন

জন্মেছি যখন ছিলাম অনেক ছোট
না ফুটেছে হাসি, না বলেছি কথা;
কোলে কোলে কাটছে সারা বেলা
গায়ে মোর লাগেনি একটুখানি ধুলো।
লাল চোখে চাইলে মুখ পানে
ঠোট ফুলে কান্নার ঝটিকা হতো,
আদুরে দেহ ছিল তুলায় তুলতুলে।
মিষ্টি একটি নাম ধরে ডাকছে প্রতি জনে
মা বলছে আমার খোকা হবে বীর সেনা।
বাবা বলছে না, না আমার খোকা হবে
ডাক্তার হবে, হবে দেশ সেরা
উদার মনে করবে মানব সেবা।
দাদা-দাদি, নানা-নানি করে কানাকানি 
আত্মীয় যত,ফিসফিসে বলে করব সৃজনশীলতা
হবো আমি বিজ্ঞ ইঞ্জিনিয়ার।
পাড়ার কেউ বলে বেড়ায়
উকিল,পুলিশও মন্দ না।
একটুখানি বেড়ে উঠলে
খেলতে গেলে খেলার মাঠে,
বল হাতে ছুটলে দৌড়ে
বড় ভাইয়া চিৎকার দিয়ে বলে,
কর বল ফেল স্টাম্পের বেল
তুমি হবে মাশরাফি, কাটার ফিজ।
হাতে যখন থাকে ব্যাট
তখন শুনি হবে তুমি তামিম, সাকিব।
যবে শিখি ভাবতে আমি
আমি বলি, এসব আমি হবো নাকো!
হতে চাই লেখক, কবি লিখব সত্য কথা
ছোট হাতে মনের ইচ্ছা করলাম তাই রচনা।            
            
534 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ মোশাররফ হোসেন

আমার নাম মোঃ মোশাররফ হোসেন।পিতার নাম আঃ মান্নান বেপারী মাতার নাম মজিদা বেগম। ২৫ ডিসেম্বর শরিয়তপুর জেলার জাজিরা থানাধীন বি কে নগর কাজী কান্দি মাতুল আলয় জন্ম গ্রহন করি।পৈত্রিক নিবাস একই থানার পূর্ব নাওডোবা মঙ্গল খার কান্দি।ভাইবোনের মধ্যে আমি দ্বিতীয়। এলাকার চরখাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেনি পাশ করি।পরে পূ্র্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয় ভর্তি হলেও বি কে নগর পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে জে এস সি এবং পূ্র্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয়ে এস এস সি পাশ করি।বর্তমান ঢাকায় জিনজিরা পি. এম. পাইলট স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষে। পারিবারিক ও অন্যান্য কারনে পড়ালেখা বাঁধা প্রাপ্ত হয়।নিজ চেষ্টায় পড়ালেখা চালিয়ে যাওয়ায় পড়ালেখার গতি ধীরস্থির।এছাড়াও আমার এখন বেশি পড়তে ভাল লাগে না।তবে সাহিত্য: জীবন কাহিনী,গল্প, উপন্যাস, ছোট গল্প, স্মৃতিচারন মুলক ও স্বাবলম্বী ভাষায় লেখা বই পড়তে বেশ ভাল লাগে।আমার স্বপ্ন ছিল অনেক কিন্তু সৃষ্টি প্রদত্ত কিছু গুন ও পারিপার্শ্বিক কারনে সবার সব সম্ভব হয় না।এখন আমার স্বপ্ন সাংবাদিক হবো এবং পাশাপাশি লেখক।ছোটবেলা চাচাতো ভাইয়ের মুখে তার বন্ধুর ডাইরি ভর্তি লেখার গল্প শুনি আর স্বপ্ন দেখি আমিও লিখব।সেই স্বপ্ন থেকেই আমার কলম গতিশীল। তাছাড়া আমার লেখনির পিছনে আরো একজনের কথা না বললেই নয়, সে হলো আমার আপন বন্ধু, বন্ধু সুলভ বোন মোসাঃ রুমা আক্তার।যার উত্সাহ আমার শক্তি হিসেবে কাজ করে। মা-বাবা, বড় ভাইয়ের ভালবাসাই আমার জীবনের সম্পদ।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক LnWrqYDe রবিবার, 02 জুলাই 2023 22:16 লিখেছেন LnWrqYDe

    PCOS is a disorder of the endocrine system which causes an imbalance of hormones secreted in a woman s ovary needed to fully mature her follicles into eggs buy propecia 1 mg online safely

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.