শনিবার, 17 মার্চ 2018 00:44

বন্ধুর মানা

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                বন্ধুর মানা
         মোঃ মোশাররফ হোসেন

বন্ধু তুমি পড়তে বলো,পাঠ্য পড়া
স্বাধীন লেখা লিখতে করো মানা,
আমায় তুমি ভালবাসো,ভাবতে করো মানা
পরীক্ষা আমার সন্নিকট্যে,হতে পারে দুর্গতি।

বলছো তুমি লিখব আমি....
মধ্যপথে ঘটলে দুর্গতি,জীবন যাবে বৃথা 
কেউ তখন কাছে নিবে না এটা সত্য কথা
বন্ধু তুমি লিখতে,ভাবতে কর মানা।

হাতের কাজে কর্মের মাঝে যখন থাকি
অলস মস্তিষ্ক চালায় তার অস্ত্র,
বিধাতার দেয়া মাঠখানাতে করে গোলাগুলি
মরি আমি জ্বালায়,মরে না কলম সেই সাথী।

রাস্তায় যখন পথচারি,রিক্সায় থাকি
অলস মস্তিষ্ক শুধুই করে ভাবাভাবি।
আমার কি দোষ বলো,আমি যে বাঙালী
যত করো মানা মোরে,বেড়ে যায় অনুরুক্তি।

বন্ধু তুমি মানা করো না
ইচ্ছা করলে পারব না থামতে,
চলতে গেলে জীবন নামক নদে
হাল ধরতে হবে স্রোতের অনুকূলে।            
            
509 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ মোশাররফ হোসেন

আমার নাম মোঃ মোশাররফ হোসেন।পিতার নাম আঃ মান্নান বেপারী মাতার নাম মজিদা বেগম। ২৫ ডিসেম্বর শরিয়তপুর জেলার জাজিরা থানাধীন বি কে নগর কাজী কান্দি মাতুল আলয় জন্ম গ্রহন করি।পৈত্রিক নিবাস একই থানার পূর্ব নাওডোবা মঙ্গল খার কান্দি।ভাইবোনের মধ্যে আমি দ্বিতীয়। এলাকার চরখাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেনি পাশ করি।পরে পূ্র্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয় ভর্তি হলেও বি কে নগর পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে জে এস সি এবং পূ্র্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয়ে এস এস সি পাশ করি।বর্তমান ঢাকায় জিনজিরা পি. এম. পাইলট স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষে। পারিবারিক ও অন্যান্য কারনে পড়ালেখা বাঁধা প্রাপ্ত হয়।নিজ চেষ্টায় পড়ালেখা চালিয়ে যাওয়ায় পড়ালেখার গতি ধীরস্থির।এছাড়াও আমার এখন বেশি পড়তে ভাল লাগে না।তবে সাহিত্য: জীবন কাহিনী,গল্প, উপন্যাস, ছোট গল্প, স্মৃতিচারন মুলক ও স্বাবলম্বী ভাষায় লেখা বই পড়তে বেশ ভাল লাগে।আমার স্বপ্ন ছিল অনেক কিন্তু সৃষ্টি প্রদত্ত কিছু গুন ও পারিপার্শ্বিক কারনে সবার সব সম্ভব হয় না।এখন আমার স্বপ্ন সাংবাদিক হবো এবং পাশাপাশি লেখক।ছোটবেলা চাচাতো ভাইয়ের মুখে তার বন্ধুর ডাইরি ভর্তি লেখার গল্প শুনি আর স্বপ্ন দেখি আমিও লিখব।সেই স্বপ্ন থেকেই আমার কলম গতিশীল। তাছাড়া আমার লেখনির পিছনে আরো একজনের কথা না বললেই নয়, সে হলো আমার আপন বন্ধু, বন্ধু সুলভ বোন মোসাঃ রুমা আক্তার।যার উত্সাহ আমার শক্তি হিসেবে কাজ করে। মা-বাবা, বড় ভাইয়ের ভালবাসাই আমার জীবনের সম্পদ।

এই বিভাগে আরো: « নারীর জীবন জয়ের নেশা »

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক jyRWtgs মঙ্গলবার, 18 জুলাই 2023 21:55 লিখেছেন jyRWtgs

    If a dose is missed, patients should also be instructed not to double the next dose cialis order online Experiment IV Influence of CDDP dosing times on peripheral neuropathy during its repeated administration

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.