|সম্পর্ক| আকাশের সাথে করি সম্পর্ক বাতাসের মাঝে করি বাস অসীম শূন্যতায় বিচরণ করি ফিরে আসি আপন আবাস। পৃথিবীতে বেড়েছে কোলাহল মানবতা হচ্ছে বিলীন মানুষের ভেতরে মানুষ খুঁজি মূল্যবোধ হচ্ছে কণ্ঠলীন। সম্পর্কে ধরেছে সদা ফাটল মানুষে মানুষে নেই মিল ভালোবাসা নিয়ে হেঁটে বেড়াই সেঁটেছে সেথায় সবাই খিল। মানবিকতা মূল্যবোধ কোথায়? সীমান্তে আজ করি লড়াই সম্পর্ক আজ ভেঙে গলগণ্ড সবাই যুদ্ধের ডঙ্কা বাজাই।
নাজমুল কবির
নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।
নাজমুল কবির এর সর্বশেষ লেখা
4 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক বুধবার, 03 জুলাই 2024 03:38 লিখেছেন veibrax
After oral administration, Fenahex is absorbed rapidly with maximum serum concentrations attained within 4 7 hours buy cialis canadian Seventh cranial nerve palsy Seventh cranial nerve palsy may produce lagophthalmos and corneal exposure
- মন্তব্যের লিঙ্ক রবিবার, 16 আগষ্ট 2020 19:53 লিখেছেন ইদি আমিন
অনন্য, অনুপম সৃষ্টি
- মন্তব্যের লিঙ্ক শুক্রবার, 14 আগষ্ট 2020 20:41 লিখেছেন হাসান সেলিম
Best complement
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.