এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 15 আগষ্ট 2020 21:44

একটি অবাঞ্ছিত স্বপ্ন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                ভ্যাপসা গরমে আকাশ  দরদর ঘামে,
অঝোরে বৃষ্টি নামে,
সাগর ভিজে...
পাহাড় ভিজে...
 কিশোরীর আঁচল ভিজে। 
কেবল ভিজেনা মৌনতা  
আর চোখের জল!

ক্ষণিক ভ্রমে চোখ স্বপ্ন দেখে,
অবচেতনে ছবি আঁকে...
নিঃসঙ্গতাকে বিকিয়ে;
একটা অবাঞ্ছিত আশার জাল বোনে।

 বিষাদে সূর্য ডুবে,
হৃদয় পাড়ে আঁধার নামে,
টুকরো টুকরো স্মৃতিগুলো তখনো...
 মিটিমিটি জ্বলে, 
হৃদয় ক্যানভাসে।

 অভিলাষে চাঁদ ওঠে 
জোসনা হাসে...
 মাঝি দাড় টানে...
গান গায়...
বেহায়া চাঁদ ভুলে যায় অতীত ক্ষত!            
            
449 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 15 আগষ্ট 2020 22:23
শেয়ার করুন
মনোয়ারা বেগম

মনোয়ারা বেগম ফরিদপুর জেলার সদরপুর থানার ৩৩ নং ডিগ্রিরচর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম রোকনউদ্দিন খান। ও মিসেস সায়েরা বেগম। দুই ভাই দুই বোনের মাঝে তিনি সকলের বড়। উনার বাবা সেনাবাহিনীতে ই. এম. ই. কোরে চাকুরীরত থাকায় ১৯৭১ সালে যুদ্ধের সময় পাকিস্তানে ছিলেন। সেই সুবাদে তিনি পাকিস্তানে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ স্বাধীন করার জন্য উনার বাবাকে বিভিন্ন প্রতিকূলতাকে নিজকে মানিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তা এক অবর্ণনীয় ইতিহাস। উনার একক কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়নি তবে আরশি সাহিত্য গ্রুপে (১) আরশি যৌথকাব্য সংকলন-১ (২) আরশি লিটল ম্যাগ এবং (৩) আরশি যৌথকাব্য সংকলন-২ প্রকাশিত হয়েছে।

মনোয়ারা বেগম এর সর্বশেষ লেখা

3 মন্তব্য