এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 15 আগষ্ট 2020 21:43

মন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                মন কি আর আছে রে? পাগলী
সে কবেই পুড়ে ভস্ম হয়েছে, 
তোর অবহেলার দাবানলে
পুড়ে পুড়ে সয়েছে। 
আমি আমার মন বাঁচাতে
পাহাড়ে দাঁড়িয়ে কত বৃষ্টিতে ভিজেছি, 
বুকের ভেতরটা শীতল করতে 
খালে বিলে কত ডুবেছি। 

কই রে পাগলী! মন তো আর ফিরে না
তুই ফিরলে লাভ কি? 
বল, ভস্ম জিনিস কি ভালো হয় কখনও? 
এই হৃদয়ে শুধু পোড়া ক্ষত, আর কী!

হৃদয়হীনা আজীব আমি 
গোলাপ রাঙা পাগলী তুই... 
মন রাঙানো তোরি সাজে
ঘুম তাড়ানো বিদঘুটে বিছানায় আমি শুই।
আজীবের সাথে কি মানসী থাকে
মন বিনে কি সম্পর্ক বাঁচে? 
দেখিস তুই একদিন প্রেমের রাণী হবি...
বড়লোক প্রেমিক মন দেবে, থাকবে তোর কাছে।            
            
744 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 16 আগষ্ট 2020 16:27
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

5 মন্তব্য