এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 16 আগষ্ট 2020 23:16

লজ্জা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                উড়ছে দূরে,জলে-স্থলে
নানান রঙের ফানুস, 
লজ্জা ছুঁয়ে বিবেক নুয়ে
কে তুমি সেই মানুষ?

চাঁদের গায়ে লজ্জা দেখে
সব তারারা হাসে,
ঝরা পাতার লজ্জারা তাই,
গহীন জলে ভাসে।

বৈঠা বিহীন মাঝিরা সব
চলছে তীরের ধারে,
শ্যাওলা পড়া পিছল পথে
যাই কি করে পাড়ে!

শাখের করাত যেমনি করে
দুই দিকে যে কাটে,
দুষ্ট লোকে মিষ্টি কথায়
ফন্দি ফিকির আঁটে।

বেপরোয়া লোভী মানুষ
ছুটছে লোভের জন্য,
বেহায়া সব রমণীরা       
হয়েছে আজ পণ্য। 

কতক মানুষ তবু অাজও
মানুষ হয়েই জন্মে,
ফানুসগুলো উড়িয়ে দিয়ে,
টিকে আছে কর্মে।            
            
429 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 18 আগষ্ট 2020 15:42
শেয়ার করুন
মনোয়ারা বেগম

মনোয়ারা বেগম ফরিদপুর জেলার সদরপুর থানার ৩৩ নং ডিগ্রিরচর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম রোকনউদ্দিন খান। ও মিসেস সায়েরা বেগম। দুই ভাই দুই বোনের মাঝে তিনি সকলের বড়। উনার বাবা সেনাবাহিনীতে ই. এম. ই. কোরে চাকুরীরত থাকায় ১৯৭১ সালে যুদ্ধের সময় পাকিস্তানে ছিলেন। সেই সুবাদে তিনি পাকিস্তানে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ স্বাধীন করার জন্য উনার বাবাকে বিভিন্ন প্রতিকূলতাকে নিজকে মানিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তা এক অবর্ণনীয় ইতিহাস। উনার একক কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়নি তবে আরশি সাহিত্য গ্রুপে (১) আরশি যৌথকাব্য সংকলন-১ (২) আরশি লিটল ম্যাগ এবং (৩) আরশি যৌথকাব্য সংকলন-২ প্রকাশিত হয়েছে।

মনোয়ারা বেগম এর সর্বশেষ লেখা

3 মন্তব্য