আলোর মাঁঝে আলো খুঁজি প্রেমের মাঁঝে খুঁজি প্রেম তোমার মাঁঝে তোমাকে খুঁজি শীতের মাঁঝে খুঁজি হিম । সুখের মাঁঝে সুখ খুঁজি দুঃখের মাঁঝে খুঁজি দুখ আমার মাঁঝে আমাকে খুঁজি বুকের মাঁঝে খুঁজি বুক । স্বপ্নের মাঁঝে স্বপ্ন দেখি অসহায়ের মাঁঝে অসহায় কবিতার মাঁঝে কবিতা দেখি সহায়ের মাঁঝে দেখি সহায় । কল্পনার মাঁঝে কল্পনা আকিঁ ছবির মাঁঝে আকিঁ ছবি মনের মাঁঝে মন আকিঁ নিজের মাঁঝে আকিঁ কবি । হতাসার মাঁঝে হতাসা রাখি হিয়ার মাঁঝে রাখি হিয়া চোখের মাঁঝে চোখ রাখি প্রিয়ার মাঁঝে রাখি প্রিয়া । অস্তিত্বের মাঁঝে অস্তিত্ব খুঁজি দারিদ্রতার মাঁঝে দারিদ্রতা হিসাবের খাতায় হিসাব খুঁজি বাস্তবতার মাঁঝে বাস্তবতা।
ইদি আমিন
ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।
ইদি আমিন এর সর্বশেষ লেখা
4 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক সোমবার, 03 জুলাই 2023 09:49 লিখেছেন lkCpsOnVD
Development of selective aromatase inhibitors The finding that aminoglutethimide was effective in tamoxifen resistant patients provided a strong rationale for the development of more potent and selective aromatase inhibitors propecia and rogaine
- মন্তব্যের লিঙ্ক সোমবার, 17 আগষ্ট 2020 16:52 লিখেছেন এস. আই. জীবন
অতুলনীয়
- মন্তব্যের লিঙ্ক সোমবার, 17 আগষ্ট 2020 08:35 লিখেছেন নাজমুল কবির
চমৎকার একটি কবিতা লিখেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে।
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.