এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 17 আগষ্ট 2020 12:19

কৃষকের গান নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                এ বন্ধ্যা মাটির বুক চিরে 
এইবার ফলাব ফসল- 
আমার এ বলিষ্ঠ বাহুতে 
আজ তার নির্জন বোধন। 
এ মাটির গর্ভে আজ আমি 
দেখেছি আসন্ন জন্মেরা 
ক্রমশ সুপুষ্ট ইঙ্গিতেঃ 
দুর্ভিরে অন্তিম কবর। 
আমার প্রতিজ্ঞা শুনেছ কি? 
(গোপন একান্ত এক পণ) 
এ মাটিতে জন্ম দেব আমি 
অগণিত পল্টন-ফসল। 
ঘনায় ভাঙন দুই চোখে 
ধ্বংসস্রোত জনতা জীবনে; 
আমার প্রতিজ্ঞা গ'ড়ে তোলে 
ক্ষুদিত সহস্র হাতছানি। 
দুয়ারে শত্রুর হানা 
মুঠিতে আমার দুঃসাহস। 
কর্ষিত মাটির পথে পথে 
নতুন সভ্যতা গড়ে পথ।।            
            
489 বার পড়া হয়েছে
শেয়ার করুন
সুকান্ত ভট্টাচার্য

সুকান্ত ভট্টাচার্য (১৫ই আগস্ট, ১৯২৬ - ১৩ই মে, ১৯৪৭) বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি। ১৯২৬ সালের ১৫ আগস্ট মাতামহের ৪৩, মহিম হালদার স্ট্রীটের বাড়ীতে,কালীঘাট,কলকাতায় তার জন্ম।। তাঁর পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলার, বর্তমান গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার, উনশিয়া গ্রামে। ১৯৪৫ সালে প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হন। এ সময় ছাত্র আন্দোলন ও বামপন্থী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ায় তাঁর আনুষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে। সুকান্তের বাল্যবন্ধু ছিলেন কবি অরুনাচল বসু। সুকান্ত সমগ্রতে লেখা সুকান্তের চিঠিগুলির বেশিরভাগই অরুনাচল বসুকে লেখা। অরুনাচল বসুর মাতা কবি সরলা বসু সুকান্তকে পুত্রস্নেহে দেখতেন। সুকান্তের ছেলেবেলায় মাতৃহারা হলেও সরলা বসু তাকে সেই অভাব কিছুটা পুরন করে দিতেন। কবির জীবনের বেশিরভাগ সময় কেটেছিল কলকাতার বেলেঘাটার ৩৪ হরমোহন ঘোষ লেনের বাড়ীতে। সেই বাড়িটি এখনো অক্ষত আছে। পাশের বাড়ীটিতে এখনো বসবাস করেন সুকান্তের একমাত্র জীবিত ভাই বিভাস ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সুকান্তের নিজের ভাতুষ্পুত্র।

সুকান্ত ভট্টাচার্য এর সর্বশেষ লেখা

1 মন্তব্য