মানুষ রূপে সৃষ্টি করলেন রাব্বুল আল-আমীন- শেষ নবীজির শ্রেষ্ট উম্মত ইসলাম আমার দ্বীন। পৃথিবীর সব সৃষ্টি করলো মানব জাতির জন্য- শেষ নবীজির উম্মত হয়ে হলাম আমরা ধন্য। ইসলাম হলো জ্ঞানের আলো সকল গ্রন্থে পাই- জীব জানোয়ার না বানিয়ে মানুষ করলেন সাঁই। মানুষ হলো সৃষ্টির সেরা জ্ঞানী জনে কয়- আল্লার নিকট শোকর করি আমরা জন্তু নয়। ইচ্ছা করলে মহান আল্লাহ করতে পারতেন জীব- লক্ষ কোটি ছালাম জানাই তিনিই চিরঞ্জীব। মহান আল্লাহ তোমার কাছে পাপের পানাহ্ চাই- তুমি ছাড়া দো-জাহানে কোন গতি নাই। তুমি রহিম তুমি রহমান তুমি করো পার- তুমি ছাড়া দো-জাহানে কেহ নাই যে আর।
নাজমুল কবির
নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।
নাজমুল কবির এর সর্বশেষ লেখা
2 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক সোমবার, 24 জুলাই 2023 04:05 লিখেছেন vSmfNA
She pointed out that the symptoms tend to run together hot flashes lead to sleep disturbance, which leads to forgetfulness, and so on viagra no prescription Additional searches were run on Medline and Embase for health economics studies
- মন্তব্যের লিঙ্ক বৃহষ্পতিবার, 20 আগষ্ট 2020 02:34 লিখেছেন ইদি আমিন
অনুপম,,,, মুগ্ধকরা
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.