এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 20 আগষ্ট 2020 21:28

যুগল প্রেম

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                যুগল প্রেম 

দুর্বার রস লাগাবো প্রেমের কাঁটা ঘায়,
তাতেও যদি না সারে ব্যাধি শিঁকল লাগাবো পায়।

 সে যদি হয় অভিমানী, আমি করেছি  অভিমান!

সম্পর্ক মাঝ সুতোয় যে পুড়িয়েছে আগুনে
তারে টানিয়া দেখিনা আর বাঁধি না-বাঁধনে,
ভুলে গেছি তারে খুবই যতনে
যদিও লেগে আছে টান আক্ষাংখার মধুরণে।

কেন ফিরতে লাগে কষ্টের বিরক্তি
হৃদিতে বাজে ব্যথিত করুণ জোর,
তোমার মাঝে আমি, আমার মাঝে তুমি
এরই তাল তুলিয়া স্রষ্টা যে করেছেন সৃষ্টির সুরা-সুর।

প্রেমের কন্ঠে বলা, যখন উঠেছিলো মানব বৈশাখী ঝড়।
পারবে কি আমেকে ছাড়া বাঁচতে
তুমিও পারবে না, আমিও না,
কেমন পণ করেছিলে তাহা ভাঙ্গতে একটু করলো না ডর।            
            
589 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 16 সেপ্টেম্বর 2020 07:36
শেয়ার করুন
শাহীন সিকদার

শাহীন সিকদার একজন নবীন লেখক। তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিংগা গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ লেহাজ উদ্দিন সিকদার ও মাতা মোছাঃ শামসুন্নাহার। লেখালেখি করা তাঁর সহজাত প্রবৃত্তি। ছোটবেলা থেকেই তাঁর বই পড়া ও লেখালেখি করা একান্ত নিজের পছন্দ।

শাহীন সিকদার এর সর্বশেষ লেখা

2 মন্তব্য