এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 21 আগষ্ট 2020 14:45

ভুলে ভরা

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ভুলে ভরা দুঃখ নিয়ে আমার মরু বাস,
মহারাণী ভুলে এ বুকে করে দুঃখ চাষ!

সুখেরকাঁটা বুকে বয়ে আমি অনাহারী,
শান্ত! আসবে কখন চার জনের গাড়ী?

সর্বক্ষণ এপারওপার কষ্টে আমি ভাসি,
ভুলে ভরা গাঁধার জীবন ঝড়ে সর্বনাশী। 

এককণা স্বাদ দেইনি কখনো যে কারো, 
ভুলে ভরা ভুলা স্বপনে বেজেছে বারো। 

যুগ হতে যুগান্তে পিপাসিনীর তেপান্তরে-
ভুলে ভরা অপদার্থ পোড়েন মরন জ্বরে।

ভুলে ভরা কঙ্কাল, প্রেয়সীর সে জঞ্জাল,
তৃষ্ণাতুর বিনিদ্রায় খুঁয়েছে তরুণ কাল।

ভুলে ভরা বানান, ভূলেই জীবনের দাম-
একটু করে ভুলবে পৃথিবী কাঙাল নাম।            
            
327 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা