এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 21 আগষ্ট 2020 15:39

নিবেদিত প্রাণ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                কাম ক্রোধ লোভ ছেড়ে দিয়ে, এই কি মানুষের জীবন
বল না দোস? বল না বন্ধু প্রিয়ে! 
বুকের মাঝে যে স্নেহভরা হাহাকার, বুকের ভেতর যে
রাতের ক্লান্তিকর তৃষ্ণা, লুকাই কি দিয়ে?

বন্ধুবর কিবরিয়া! তোমার শত ব্যস্ততা বালুখালি
জামতলি আমতলী নাইক্ষ্যাংছড়ি কুতুপালং
লাখো লাখো রোহিঙ্গাদের সেবা দিয়ে যাও হ্নীলা
থেকে উলিবুনিয়া থাইকংখালী রাজাপালং
এই তো মানবতা, এই তো প্রেম, এই তো মহান ভালবাসা, তুমিই শ্রেষ্ঠ, নিবেদিত প্রাণ,
ত্যাগেই প্রেম, ত্যাগেই ধর্ম, ত্যাগেই সব, নিজেকে 
বিলিয়ে দাও, গেয়ে যাও মানবতার গান।

কাম ক্রোধ লোভ ছেড়ে দিয়া, ছুটছেন বন্ধু কিবরিয়া
রাতে হৃদয়ে ভাসে বাবার আকুতি,
ভোরের আলোয় আবার ছুটে চলা, আরাকানের
বিতাড়িত মানুষের সেবায় দুর্বার নেই তো বিরতি।            
            
670 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা