এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 21 আগষ্ট 2020 15:45

দেখে যা পুড়ে যাচ্ছে

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                নিঃস্ব একটা শুকনো গাছ দাঁড়িয়ে আছে____ 
ডালপালা এবং পাতা হীন,
জীবন সে তো, তার মরুর প্রান্তে বড্ড একা 
জলহীন সবুজ রঙ বিহীন। 

দেখে যা পুড়ে যাচ্ছে নিশ্বাস 
দেখে যা পুড়ে যাচ্ছে বিশ্বাস 

মরুর তাপে পুড়ে সব স্নেহ 
উত্তপ্ত মমতায় নেই কেউ 

বেঁচে থাকাটা ছলোনা ময় আর অভিনয়____
আজীব, রক্তেরই সঙ্গে; অংশে যে পরাজয়! 
একফোঁটা প্রাপ্তি এখন অমূল্য অসীম সংসয়,
অনাঙ্ক্ষিত বেঁচে থাকাটা এখন তীব্র অসহায়। 

দেখে যাস পোড়া হৃদয় 
দেখে যাস পোড়া সময় 

আহ্লাদী সব তরতর 
ছাঁই উড়াচ্ছে আপন ঘর

খেলারাম খেলতে পারিস না আর কটাদিন___
চারদিকে পুড়ে আসা আগুনে তোর কারবার ! 
সঞ্চিত হাহাকার আর কেবল দিশাহীন বারবার 
পুড়ে যাচ্ছে তাতে কি ? আর কিছু হারাবার !            
            
342 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা