এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 22 আগষ্ট 2020 00:13

দুঃখিনী অজাতের প্রশ্ন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                আমায় বিষাদে মারিয়া করলি রে ক্যানে বিষে নীল...
নিজেকে লুকায়া তুই হেসে বেড়াস খিলখিল! 

ওরে নীল, তোর ভেতর নীল, মনটা সেটাও বড্ড নীল,
ফাল্গুন রাঙা দিনে শিমুল বনে দিছিলি তো কী মিল!
সুসময়ে নাগর বটে! দুর্দিনে দিস রে তুই খিল, 
ছিঁ ছিঁ, তোর ভালবাসায় কীটে ভরা, কিলবিল। 

সবুজের মাঝে লুকায়া তুই যদি পাস পাড়, 
না হয় তোকে বিশ্বাস করে হলো চরম হার!

ওরে নীল, আমি কি দিয়েছি, হয়তো কিছুই না
আমায় ছাড়া স্বর্গ পাবি, তা হলে নে, পা...? 
দিয়ে ছিলেম কিছু নির্ঘুম দীর্ঘ তম রাত...
আমি তো আর রূপসী না, দুঃখিনী অজাত। 

কতো রাত কতোটা কাল এই অজাত দিছে সুখ,
কেমনে ভুলছিস? আমায় নিয়া ভরাই ছিলি বুক!            
            
828 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা