এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 22 আগষ্ট 2020 01:27

সেই তুমি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                এখন তুমি ভালোই আছো বেশ
মনকে বুঝাই এই কথাটাই ভেবে
তোমার এখন সবই আছে প্রিয়
কেনইবা তাই আমার খবর নেবে! 

আমি আছি এইতো কোনরকম 
নিঃসঙ্গতা হৃদয় করে ভারী
উথালপাথাল ঢেউয়ের মাঝে যেন
ডিঙ্গী নায়ে দিচ্ছি সাগর পাড়ি। 

দমকা হাওয়া গ্রাস করেছে জীবন
দুঃখ ঝরে প্রতিটি নিঃশ্বাসে
চোখ বুজলেই হঠাৎ চমকে উঠি
এই মনে হয় তুমিই আছো পাশে। 

ক্ষাণিক পরেই ঘোর কেটে যায় যবে 
চোখ ভরে যায় নীল বেদনার জলে
বুকের ভেতর আঁধার যতোই বাড়ে
সুখগুলো যায় দুঃখ দেবার দলে। 

তারপর কতো সন্ধ্যা কাটে একা
রাত কেটে যায় ভোরের অপেক্ষাতে
ভোর হয়ে যায় কেউ আসে না তবু 
আমিই কেবল থাকি আমার সাথে। 

সকাল শেষে দুপুর এলেও দেখি
বুকের জমিন শুধুই বিরানভুমি
আজো সেথায় কেউ থাকে না প্রিয়
তুমিই ছিলে এখনো সেই তুমি।            
            
653 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 23 আগষ্ট 2020 09:32
শেয়ার করুন
আবিদ আল আহসান

বলার মতো জীবনী নেই

আবিদ আল আহসান এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

4 মন্তব্য