এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 22 আগষ্ট 2020 01:34

করোনা ও করুণা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                ভাইরাসে সব জর্জরিত 
এইতো এলো বলে 
কেমন হবে আমার এ দেশ 
আক্রান্ত হলে! 

আগে থেকেই সতর্ক সব 
লেখালেখির ধুম 
শিক্ষাঙ্গনে লম্বা ছুটি 
ছাত্ররা সব ঘুম। 

বন্ধ অফিস-কারখানা আর 
জনসমাগম
এই ভাইরাস খুব ভয়ানক 
এই ভাইরাস যম।

অনলাইনে গেলেই শুধু 
দাবি দাওয়ার খেল
বন্ধ করো জাহাজ-বিমান 
রিকশা-গাড়ি-রেল। 

এই 'করোনা' আজব-গুজব 
গুঞ্জনও তাই বেশ 
কী হবে ভাই কী হবে ভাই 
আমার সোনার দেশ!

হায় হায় হায় আহাজারি 
বাঁচার উপায় নাই
আবার কতেক মশাই দেখি 
বলছে কি সব ছাই!

করছে আবার সতর্ক কেউ 
'ঢেকে রাখো মুখ'
নিত্য নতুন খবর পেতে 
জনতা উৎসুক। 

হয় ঘোষণা 'ঘরে থাকো 
বের হইয়ো না কেউ
বের হলেই বন্ধ হবে 
জীবন নদীর ঢেউ।'

ভয়ে ভয়েই দিন কাটে তাই 
ঘরের ভেতর থাকি
নামাজ-রোজা সব ধরেছি
আল্লাহকেও ডাকি। 

তাসবি জপি, ইয়া নফসী 
হাশর বুঝি এই!
ঘরে বসেই চিন্তিত খুব 
'বাঁচার উপায় নেই'!

একটুও কি ভাবছো- ও ভাই
নেইকো যাদের ঘর
কেমন করে বাঁচে তারা! 
তাদের কি নেই ডর? 

রাস্তা যাদের নিত্য রাতের 
আয়েশ করার খাট 
তাদের কি ভাই মৃত্যুও নেই 
নেই কি হাশর মাঠ? 

রাত্রে যাদের মাথার উপর  
খোলা আকাশ থাকে
তাদের কি নেই একটুও ভয়!
তারা কি মুখ ঢাকে?

তারা কি ভাই 'হ্যান্ডওয়াশে'
ক্লিন করে নেয় হাত? 
কেমন করে কাটায় তারা 
সকাল-দুপুর-রাত! 

তারা বলো কোথায় যাবে
সেফটি পাবে কই? 
তাদের কি ভাই আতংক নেই?
নেই কোনো হৈচৈ?

ক্যামেরা সব তোমার পিছে
তাদের কেবা চেনে!
তোমার-আমার চলতে হবে
নিয়মকানুন মেনে! 

তারা তো কেউ মানুষই নয় 
তাদের চিন্তা পরে!
তুমি আমি সতর্ক হই
থাকতে হবে ঘরে। 

তারা মরুক চাপা পড়ুক
কী আসে যায় তাতে!
তুমি বরং হেক্সিসলটা 
মেখে নিও হাতে।

তুমি আমি হই সচেতন 
মুখটা ঢেকে রাখি
তাদের রোজই 'করোনা' হয় 
ক'জন খবর রাখি।            
            
2712 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 23 আগষ্ট 2020 09:32
শেয়ার করুন
আবিদ আল আহসান

বলার মতো জীবনী নেই

আবিদ আল আহসান এর সর্বশেষ লেখা

392 মন্তব্য