স্বরবর্ণ তাই ডেকে বলে ব্যঞ্জনবর্ণ ভাই রে- আমায় ছাড়া ভাষার মাঝে তোমার গতিই নাই রে। ব্যঞ্জনবর্ণ রেগে বলে চলো তুমি একা- আমায় ছাড়া বাংলা ভাষা কি ভাবে হয় লেখা? মিছামিছি বর্ণমালায় করে যাচ্ছে বিবাদ- স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ মিটিয়ে নেয় ফেসাদ। একে অন্যের পরিপূরক সবাই জেনে রেখো- শব্দে শব্দে ঝংকার তুলে নতুন কিছু এঁকো।
নাজমুল কবির
নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।
নাজমুল কবির এর সর্বশেষ লেখা
4 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক রবিবার, 09 জুলাই 2023 23:05 লিখেছেন HQEygyrTu
After following instructions, I received an email, text and voicemail telling me NOT to have intercourse priligy fda approval The incidence of deaths, whatever the cause, and adverse events were secondary end points
- মন্তব্যের লিঙ্ক রবিবার, 23 আগষ্ট 2020 20:59 লিখেছেন ফিরোজ মাহমুদ রনি
স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ নিয়ে খুব সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন প্রিয় কাব্যপ্রেমিক
শুভ কামনা রহিলো । - মন্তব্যের লিঙ্ক শনিবার, 22 আগষ্ট 2020 22:12 লিখেছেন ইদি আমিন
চমৎকার লিখেছেন দাদু! বেশ ভালোলাগলো...
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.