শনিবার, 22 আগষ্ট 2020 21:23

বসন্ত ভাবনা

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                বসন্ত ভাবনা  

পুকুরের পাড়ে সেগুনের তলে পা দুখানি মেলে,
একাকী তরুণী মুচকি হেসে একাকী  কথা বলে। 

এসেছে ফাগুন দুষ্ট-মিষ্ট শিমুলের ফুল, 
চৌদিকে লেগেছে উদাস হাওয়ায় দুল।

চলন-বলনে ইচ্ছে ডানায় বসন্ত জাগে,
আয়নার মতো চোখ যা দেখে  ভীষণ লাগে।

মন আসনে পুষে যারে তারে খোঁজে ঘোমটার ছলে,
ভীষণ সুন্দর একথা তারে কে যানি গিয়েছিল বলে।

কেনো এতো ভালোবাসা জাগে,যাহারে দেখি না কে সে আমারে টানে?
সমস্ত ভাবনা জুড়ে যার বসবাস ভরদুপুরে যদি না পাই,কি হবে চেয়ে অস্ত পানে।            
            
489 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 13 সেপ্টেম্বর 2020 10:51
শেয়ার করুন
শাহীন সিকদার

শাহীন সিকদার একজন নবীন লেখক। তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিংগা গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ লেহাজ উদ্দিন সিকদার ও মাতা মোছাঃ শামসুন্নাহার। লেখালেখি করা তাঁর সহজাত প্রবৃত্তি। ছোটবেলা থেকেই তাঁর বই পড়া ও লেখালেখি করা একান্ত নিজের পছন্দ।

4 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.