এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 22 আগষ্ট 2020 22:08

হে বিধাতা তুমি কেন ছিলে নিরব? নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                হে বিধাতা তুমি কেন ছিলে নিরব?  হে আল্লাহ্
সবুজ কিশোর রাজনের জীবন ছিঁড়ে নিলো জল্লা!
বিভোর ঘুমে ঘুমিয়ে ছিলাম চারি দিক সব স্বজন
ক্ষুধার্ত জানোয়ার দের হাতে নির্মম বলি হলো রাজন। 

হে বিধাতা! তুমি কেন চুপ, কেন এতটা নিশ্চুপ
আজি কী সন্ত্রাসীদের জয়গান বিবেক দিয়েছে ডুব
মনূষর্ত্ব কোথায়, বুক ভাটানো চিৎকার আমাকে মেরনা 
অামি চুরি করিনি, বিধাতা জাগিয়ে দিলে না কেন তুমি শুননি পৃথিবী কাপানো কান্না।

অবুঝ কিশোরের উপর এ কেমন নির্যাতন 
কামরুল গংদের কি দিয়ে গড়িয়েছিলে তুমি মন
ওরা পশু, ওরা সয়তান, ওরা রক্তচোষা
তুমি কেন সৃষ্টি করে ছিলে ঐ হায়না, এ কেমন পোষা?

হে বিধাতা, আজি কেন নিয়েছ কেরে সব মানবতা
কেন আজি কাঁদে আকাশ বাতাস, কাঁদে কিশোরের মাতা
কি উত্তর আছে তোমার কাছে, জানা নেই আমার
বার বার কি সন্ত্রাসীদের হাতে মৃত্যু ঘটবে আবাল জনতার?            
            
813 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 23 আগষ্ট 2020 09:25
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

3 মন্তব্য