এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 22 আগষ্ট 2020 23:02

জীবন ও জলোচ্ছ্বাস নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                তোমার জীবনের উপকূলবর্তী অঞ্চলে যখন তীব্র গতিতে সুখের আহ্লাদী  সাইক্লোন ধেয়ে আসে, 
 তুমি সেথায় লুটোপুটি খাও পরম আয়েশ এ--
গাছেরা নুয়ে পড়ে মাটির বুকে,
বিদ্যুৎ চমকে খোলাসা হয় সেই মুখ,,
লুকিয়ে ছিল যা মুখোশে--
বিস্মিত হইনা তবু, 
আমি তমস্বান হয়ে ছুটে চলি।

যাপিত জীবনের বিস্মৃতিগুলোকে ঢেলে সাজাই,
আর নামতায় হিসেব কষি;
আবেগী ভালবাসাতে থুবড়ে পড়েছি কতবার?
বিশ্বাসের বুকে আঁচড় খেয়েছি কতবার?

তোমার উদাসীনতা, আমার জীবনের অপরাহ্নের মত! 
প্রবল ঢেউয়ের মুখে নিজকে অনড় রাখার অবান্তর চেষ্টা।
তোমার মুখে তবু কৃতঘ্নতার হাসি!
আজ তোমায় সালাম জানাতে ইচ্ছে হয়।

জীবনের মুখোমুখি দাঁড়িয়ে আজ আমি বুঝে গেছি,
চাঁদের বিপরীতে দাঁড়িয়ে আমি  আঁধার ছড়িয়েছি ;
জ্যোৎস্নাকে  দিয়েছি জলাঞ্জলি! 
অর্ধশত বছরের এই জন্মদিনে তাই--
লাল টিপ মুছে ফেলেছি!
কিশোর বয়সের ডায়রীর পাতাটাও উপড়ে দিয়েছি।
ফিরিয়ে দিয়েছি তোমার কাগজের ফুলে মোড়ানো শুভেচ্ছা বার্তা।
জীবনের কাছে আমি করজোড়ে ক্ষমাপ্রার্থী।            
            
499 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 23 আগষ্ট 2020 09:17
শেয়ার করুন
মনোয়ারা বেগম

মনোয়ারা বেগম ফরিদপুর জেলার সদরপুর থানার ৩৩ নং ডিগ্রিরচর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম রোকনউদ্দিন খান। ও মিসেস সায়েরা বেগম। দুই ভাই দুই বোনের মাঝে তিনি সকলের বড়। উনার বাবা সেনাবাহিনীতে ই. এম. ই. কোরে চাকুরীরত থাকায় ১৯৭১ সালে যুদ্ধের সময় পাকিস্তানে ছিলেন। সেই সুবাদে তিনি পাকিস্তানে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ স্বাধীন করার জন্য উনার বাবাকে বিভিন্ন প্রতিকূলতাকে নিজকে মানিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তা এক অবর্ণনীয় ইতিহাস। উনার একক কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়নি তবে আরশি সাহিত্য গ্রুপে (১) আরশি যৌথকাব্য সংকলন-১ (২) আরশি লিটল ম্যাগ এবং (৩) আরশি যৌথকাব্য সংকলন-২ প্রকাশিত হয়েছে।

মনোয়ারা বেগম এর সর্বশেষ লেখা

1 মন্তব্য