এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 24 আগষ্ট 2020 02:09

কষ্ট বুকে অজান্তে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ছুটে চলার শেষ কোথায় ? 
বলতে পারও, শ্যামলাবতী!

তিমির আঁধার কাঁপিয়ে ছুটে চলছি ঐ,
সুখের বাড়ি কৈ'রে সখী? সুখ রাজ্য কৈ! 

তীব্র আকাঙ্ক্ষা গুলো...
ভীষণ তৃষ্ণার্ত সময় গুলো...
তুলে রাখি দীর্ঘশ্বাসের শোকেসে, 
প্রাপ্য স্নেহ সোহাগ গুলো...
কাঙ্খিত ভালোবাসা গুলো...
অনাকাঙ্খিত বানের জলে যায় ভেসে। 

সুখ কিনবো বলে 
তুমি আমি পৃথিবীর দুই বিপরীত প্রান্তে_____, 
সুখের মৌলিক উপাদান 
হেলায়-খেলায় বেড়ে উঠছে কষ্ট বুকে অজান্তে। 

এই ছুটে চলা হটাৎ থেমে যাবে,
তৃষ্ণার্ত মুখ শীতল জল না পাবে। 

শ্যামলাবতী তুমি ভালো থেকো 
আদুরে পাখিদের ভালো রেখো,
এক আকাশ ক্লান্তি নিয়ে ফিরবো 
তোমার উঠানে, বিশ্বাস রেখো। 

কষ্ট বুকে অজান্তে, জানালায় দাঁড়িয়ে থেকো,
তুমুল বর্ষণ মুখর একাকী রজনীতে 
বৃষ্টির ফোঁটায় ফোঁটায় আমায় দেখো।            
            
783 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা