এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 24 আগষ্ট 2020 02:13

কালো কষ্ট নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                কষ্ট দেখবে বাবা, ঐ দেখো কষ্ট___
মেঘে ঢাকা আঁধারে আকাশের কষ্ট
যেমন তোমাকে ছাড়া আমার কষ্ট
আমি নেই তাই তোমার কষ্ট
কষ্ট, অন্ধকারে ডুবে থাকে আলো
তারা বিনে চাঁদ বিনে কষ্ট হলো কালো 

বাবা যখন আমার কথা পরবে মনে
সুখের নিঃশ্বাস নিতে দাঁড়িয়ে থেকো ঝাউবনে
আমার শূন্যতা ধরে রেখো কষ্ট ভরা হৃদয় কোণে
উদাসী হাওয়ায় ছুঁয়ে দেব তোমায় সন্ধ্যে বেলায়
রাতে সাগর পাড়ে বসে থেকো একেলায় 

কষ্ট দেখবে বাবা, ঐ দেখো কষ্ট
তিমির নিশিতে সাগরের কষ্ট 
ঢেউয়ে ঢেউয়ে কান্নায় কালো, তুমুল কষ্ট
যেন তোমার আদরের তৃষ্ণায় আমার বুক ফাটা কষ্ট
স্নেহ জমানো তোমার বুকটায় কালো কষ্ট

দেখছো বাবা, বিশাল সাগরের দরিয়া সম কষ্ট
আর তুমি কষ্টে করিও না মাথা নষ্ট 

কষ্ট দেখবে বাবা, ঐ দেখো কষ্ট
মধ্য রাতে দুই পাহাড় দাঁড়িয়ে আছে কালো কষ্ট
মুখোমুখি পাহাড় 
ছোঁয়া হয় আর 
যেন কষ্টের বিশাল দুটি কালো চিত্র
পৃথিবীটা এমনি কে কাছে কে দূরে, শত্রু না মিত্র।            
            
1680 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা