এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 24 আগষ্ট 2020 02:19

ক্ষমার অযোগ্য ভাই নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ঘাসকাটা থেকে কাজ কামান 
তুলশী ধোয়া পশুটা; স্থির অম্লান 
হায়, ক্ষমতার পদধূলিতে মহান
আশীর্বাদে নেতা সরকার তুফান

কার্তিকের পশুত্ব খরার তুফান
পুরানো কাজটা ছিলো কামান
বোন কী মা তাতেই যা হয় মানান
দেখবে এবার ঠেলারনামও তুফান

কখনো ক্ষমা করিস'নে বোন
আমরা তোমাদের অযোগ্য ভাই
কলেজে ভর্তিকরে দিতে পারি নাই
সম্ভ্রম হয়েছে নির্মম পাশবিক ছিনতাই

প্রতিবাদ বিচারের দাবী দিয়ে
মা বোনের ফেরা ন্যাড়া মাথা নিয়ে 
উল্টো চার চারঘন্টা পাশবিকতায় নুয়ে
বেঁচে থেকেও লজ্জাময় মৃত্যু দিলো ছুঁয়ে 

বোন আমরা ক্ষমার অযোগ্য ভাই, 
মা' গো! আমরা অযোগ্য সন্তান
তাই তো বার বার জন্ম নেয়
কামানো পশুজীব সরকার তুফান।            
            
687 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা