এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 24 আগষ্ট 2020 02:31

একদিন ছুটি হবে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                একদিন ছুটি হবে
অনেক দূরে, নীল আকাশে যাবো...
ছোট্ট শিশু পূজার কষ্ট আর মৃত্যুসম যন্ত্রণা না দেখিবো
মানুষ রুপী হায়নার পশুলোলুপ আক্রমণ আর না দেখিবো

একদিন ছুটি হবে
বহু দূরে, ওপাড়ে যাবো...
রক্তাক্ত আর খাতিজার বুকফাটনো চিৎকার না শুনিতে পাবো
অক্টোপাস পশুর নির্মম আক্রমণ আর না দেখিবো

একদিন ছুটি হবে
সেইরকম দূরে, পৃথিবী ছেড়ে যাবো...
আর রাজনের নিষ্ঠুর মৃত্যু মুখ না দেখিবো
পশুর খুনের উল্লাস আর না দেখিবো

একদিন ছুটি হবে
দূর বহুদূর, না ফেরার দেশে যাবো...
আর বিশ্বজিৎ, সগর-রুনির তরতাজা লাশ না দেখিবো
না দেখিবো আর আগুনে পোড়া লাশ
না দেখিবো আর বোমাফাটানো লাশ
না দেখিবো আর জলে ভাসা লাশ
না দেখিবো আর বুলেটে ঝড়া লাশ
দেখিতে হবে না আর...
বিবেকের মৃত্যু
মনবতার মৃত্যু
নিজের প্রয়োজনমত রঙিন গণতন্ত্র !            
            
732 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা