এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 24 আগষ্ট 2020 02:34

নীল সকালে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                এক নীল সকালে, বিরহী বিষাক্ত নীল বুকে
আমি এক কাঙাল নিস্তব্ধ দাঁড়িয়ে ছিলেম,
সেই ক্ষণে নীল বাতাসে নীল জামায় আমি একা
পকেট ভর্ত্তি কষ্ট আর বেদনার নীল নিয়েছিলেম।

কয়েকটি মিনিট বেশি বেঁচে ছিলো আবুঝের হৃদয় 
লীলাবতীর ঘৃণা ভরা দু'নয়ন না পেলেম, 
সেই সখী তো আসে নি হিয়ার অকাল মৃত্যু দেখতে 
প্রেম বিষাদে নীল মৃত্যু! একা দেখেছিলেম।

আমি ঠাঁই দাঁড়িয়ে ছিলেম নীরবে তুমি হীন একা
নীল ভোরে নীলের গর্জনে
মহা উত্তাল স্মরণকালের ক্রন্দনে
প্রেমের মৃত্যু, ঐ নীল ক্ষণে মেলেনি নীলবতীর দেখা। 

শোকে কেঁদে নীল শীতল সেই বাতাস, আকাশের মেঘ
ভোরের আলো শোকে বেদনায় হয়েছিল নীল কালো,
আছাড়ে আছাড়ে পড়িলো ঢেউ নীলে রাঙিয়া কান্দিয়া
তুমি দেখিলে না সেই শোকের মাতম, সেই ভালো।            
            
655 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা