এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 24 আগষ্ট 2020 02:58

ব্লেডে আকাঁ রক্তের দাগ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                কলম বিবেক মনুষ্যত্ব সময় মাখে আতর__
শিশু মেডিকেলে অসহ্য মৃত্যুযন্ত্রণায় কাতর !! 

হিংস্র হায়না পশু মূল 
লিপ্ততা পশু সাইফুল !
ছিঁড়ে খেলো মাংস মায়ের
কেটে খেলো মাংস মেয়ের।

বিভৎস নির্লিপ্তি রুচি ! 
ব্লেডে কাটে কুচিকুচি ! 
ব্লেডে কাটে মা'কে 
ব্লেডে কাটে মেয়েকে
ব্লেডে কাটিলো শিশুকে।

ইবলিশ কি বা অসুর
তার চেয়েও ভয়ংকর
লোলুপ এই পশুর।

হৃদয়ে কী একবারও
ভাসেনি শিশুর সজীব করুণ মুখ !?
একবারেও বিবেক দেয়নি নাড়া
বিচার হবে একদিন, কাঁপেনি বুক।
শুনতে কী পাসনি__
বিধাতার ভিত্ত নাড়ানো  চিৎকার 
পূজার রক্তে ভেজা মাটি
আহারে সাইফুল জানোয়ার 
এ কেমন তোর পশুত্ব আহার ! 

বিবর্ণ আর নিশ্চুপ মানবতায়
নিশ্চুপ শোকের রঙ মিডিয়ায়।
হায়রে! পাঁচ বছরের শিশু পূজা দাশ
গরীব বলে হয়তো স্বর্গে হবে মা, বাস!

তনু রিশতা খাদিজার রক্তের দাগে
আবার রাঙিয়ে দিলো জানোয়ারের হুল, 
কেন সুশীল কুশীল নিশ্চুপ__ কাম্য হোক
যন্ত্রণা ময় কঠিনতম শাস্তি পাক সাইফুল। 

ব্লেডে আকাঁ রক্তের দাগ
জাগ্রত হও প্রভু ! আর না__
পাপীরা সব তোমার শাস্তিতে নিপাত যাক।            
            
713 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

2 মন্তব্য