সোমবার, 24 আগষ্ট 2020 13:20

বিবেক নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                বিবেক মোদের হারিয়ে গেছে 
তেপান্তরের মাঠে,
খুঁজে তারে পাই না কোথাও
গ্রাম শহর কিংবা ঘাটে।

যাত্রা পালায় গাইতো একদিন 
বিবেক নামের গান,
হারিয়ে গেছে সেটাও আজি
করেছে অভিমান।

উচ্চবিত্ত মধ্যবিত্ত
কারো  বিবেক নাই,
বিবেক আজকে হয়ে গেছে 
শ্বশান ঘাটের ছাই।

লোভ লালসা ওষ্ঠে পিষ্ঠে
বসেছে সবার ঘাড়ে,
তন্দ্রাছন্ন সবার বিবেক
কেবলি ঘাড়টা নাড়ে।

ভোগ বিলাসে মত্ত সবাই
শুধু নিজের চিন্তা করে,
হারিয়ে গেলো মানবতা
বিবেক গেলো মরে।

বিবেক শুন্য সমাজ এখন
কেবল বাড়ছে টাকার মান,
টাকার পিছে ঘুরছে কেমন
মরছে শুধু জান। 

অহরহ শিক্ষাগুরুর 
হচ্ছে সম্মানহানি,  
বিবেক কভু ফিরবে না আর 
শিক্ষক ফিরে না পেলে বেতখানি। 

দুমড়ে মুছড়ে অসার হবে 
অহংকার পড়বে ধসে,
পশুত্তের পিঠে ব্রেতাঘাত 
মারবে জোরে কসে। 

দয়া করো দয়ার সাগর 
ওগো দয়াময়,
শিক্ষাগুরুর সম্মান হানি
আর যেন না হয়।

                         
            
491 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ মশিয়ার রহমান (মশি)

১৬ জুলাই ১৯৬৮ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মরহুম সরকার রহিম উদ্দিন আহমেদ একজন প্রাইমারী স্কুল শিক্ষক ছিলেন এবং মাতা মিসেস মজিরন বেগম একজন গৃহিনী। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী দয়াময়ী একাডমী থেকে এস এস সি এবং নাগেশ্বরী মহাবিদ্যালয় থেকে এইস এস সি কৃতিত্বের সাথে পাশ করেন। ৩১ ডিসেম্বর ১৯৮৭ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। চাকুরীরত অবস্হায় তিনি ১৯৯১ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধীনে বিএ পাশ করেন। দীর্ঘ ৩২ বছর অতি নিষ্ঠা সততা এবং সুনামের সাথে চাকুরী সম্পন্ন করে ৩০ ডিসেম্বর ২০১৮ অবসর গ্রহণ করেন। ছোট বেলা থেকেই কবিতা এবং সাহিত্যের প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল। অবসর গ্রহণের পর তিনি লেখা লেখির প্রতি আত্ন নিয়োগ করেন। তাঁর বেশ কিছু কবিতা পাঠক মহলে বেশ আলোরণ সৃষ্টি করেছে। তাঁর সুস্হ্য সুন্দর জীবন এবং সফলতা ও উন্নতি কামনা করছি।

মোঃ মশিয়ার রহমান (মশি) এর সর্বশেষ লেখা

2 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক jkGschIRK শনিবার, 15 জুলাই 2023 23:08 লিখেছেন jkGschIRK

    CA 125 ovarian cancer, CA 15 3 breast cancer, CEA ovarian, lung, breast, pancreas, and gastrointestinal tract cancers, PSA prostate cancer, p53 gene product, MIC2 gene product, metabolites e cialis pills The sadness in my heart has not weakened rhodiola rosea male enhancement with the passage of time, Best For Men pills to decrease male libido but has become more intense

  • মন্তব্যের লিঙ্ক  নাজমুল কবির বুধবার, 26 আগষ্ট 2020 16:32 লিখেছেন নাজমুল কবির

    চমৎকার একটা কবিতা পড়লাম। বেশ ভালো লেগেছে।

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.