এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 24 আগষ্ট 2020 21:46

অকারণ

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                অকারণে রাজলক্ষ্মীকে দিয়েছি পায়ে ঠেলে দূরে,
সে ছাড়া কোথাও শান্তি নাই দেখলুম জগত ঘুরে।
তার প্রাপ্য ভালবাসা থেকে তারে করেছি বঞ্চিত,
আজ এ বুক শূন্য, অথচ তার বুকেই সুখ সঞ্চিত।
তার প্রতি অন্যায় করেছি কতশত, যাহা মহাপাপ,
প্রতিঘাত নয়, ভালবেসে গেছে করেনি অভিশাপ।

ফেরার পথ হারিয়ে দেখি রাজলক্ষ্মী আমার সব,
তার বুক স্বর্গীয় সুখ মমতা দিয়েই গড়েছেন রব।
আমার তরে এসেছিল নিঃস্বার্থ ভালবাসা দিতে,
অকারণে দূরে ঠেলে,পারিনি লক্ষ্মীর প্রেম নিতে।
মিথ্যে মোহে হিরা ফেলে কাঁচের পিছে ছুটছি যত,
তার তিল পরিমাণ সময় দিলে সুখী হতাম কত!

অকারণে রাজলক্ষ্মীর স্বর্গস্বপ্ন যে, ভেঙে দিয়েছি, 
আহা দু'জনম অন্ধকার, একাকীত্ব কিনে নিয়েছি।            
            
408 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

6 মন্তব্য