সোমবার, 24 আগষ্ট 2020 21:50

ফেলু'দার হার্ট এ্যাটাক

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                অভিমানী খুনসুটিতে বার বার 
                                     ফেলু'দার হয় হার্ট এ্যাটাক,
তবুও মৃন্ময়ী'দিদির হৃদয়ে কোন কালে 
                                  কাটে নাই ভালোবাসার দাক! 

যেই দিন ফেলু'দা মিলন মেলা এক অনুষ্ঠানে 
                      গিয়ে দেখে মৃন্ময়ী রান্নায় ব্যস্ত,
     বুকে বাড়ে তুমুল কষ্ট, মাথা হয় ভীষণ নষ্ট
                                    ফেলু'দা তীব্র অসুস্থ। 
  অভিমান রাগ ক্ষোভে মৃন্ময়ী'দিদিকে বলেন 
           আমি খেয়ে এসেছি আমার ক্ষুদা নাই,
   আসলে সেদিন, আস্ত একটা দিন এক কণা 
                     দানা ফেলু'দার মুখে পড়ে নাই।
   দুর্বল শরীরে ক্ষুধার জ্বালায় পেটের ভেতর 
                চরম হৈ হুল্লো আর তুমুল চিনচিন,
     বিষাদী রাগ, অভিমানী দুঃখ আর ক্ষোভে 
        ফেলু'দার হার্ট এ্যাটাকে কাটে সেইদিন। 

দেখেন হটাৎ একদিন ফেলু'দা! মৃন্ময়ীর পাশে 
                                        কেউ একজন বসা,
   বিকাল বেলায় আঁধার নামে করুণ দু'চোখে 
                          অভিমান, বুকে বাড়ে হতাশা।
 সেইদিন সেই ক্ষণে পথের মাঝ থেকে প্রেমিক 
       মানুষটির যেন পরাজয়, তাই ফিরে আসা,
সেই থেকে বহু পথ বহু কাল পার হয়ে যায় তবুও 
         পায় নি মৃন্ময়ী'র কাছে সোহাগ ভালোবাসা। 

মধূর মধূর খুনসুটিতে যে মানুষটা মৃন্ময়ী'দিদির 
                                      কাছে কাছে থাকতেন,
              মনোলোভা কামিনী কামনার অবিরাম 
             স্বর্গ ছোঁয়া তীব্র চুম্বনের ছবি আঁকতেন!
               সেই মানুষটা বার বার হার্ট এ্যাটাকের 
                         অসহ্য যন্ত্রণায় খুব, খুবী দুর্বল;
      মৃন্ময়ী তাকে ফিরিয়ে দেওয়ায় তার, তাহার        
                  আত্মগোপন কালে আঁখি ভরা জল !            
            
408 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

4 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.