এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 24 আগষ্ট 2020 21:58

পূঁজো দেই মনে মনে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ~~পূঁজো দেই মনে মনে~~

দেবী! আমার হারিয়ে গেছে সে তো, অযুত কাল, 
কোন মুখ দেখে এখনকার দিনে মনটা হয় ভাল।

আমার পূঁজো নেয়নি তো দেবী,
তবুও মনের পুঁজোয় সেই ছবি। 
অনেক দিন সকালে বিকেলে, 
স্বর্গ মুখ দেখেছিলেম সেকালে। 

কখনো পাওয়া হয়নি দেবীর চাঁদমুখের আশির্বাদ,
 কখনো পাইনি আমি স্বপ্ন দেবীর ননিময় প্রসাদ। 

আমি দুধে-আলতা দেবীর ভক্ত, 
ভক্তরে ছাড়িয়া দেবী উজানে মর্ত।
মায়ার দর্শন বিনে এ মন শক্ত, 
বাসন্তীময় দিন গুলো এখন মুক্ত। 

সেকালে দেবীর চরণে দিতে চেয়েছি কতো ফুল, 
অথচ্য দেবী ফিরিয়ে নিয়েছে মুখ সবি মোর ভুল। 

দেবী! তোর তো অনেক আছে 
আমি চেয়েছি কণা, কণা মাত্র, 
সেই অমৃতময়ী স্নেহের ধূলোয় 
ভরাতে পারিনি এ বুকের পাত্র।

আজও দেবীর দেশে পরে থাকে মন, সেই পথপানে;
আজও সেইই দেবীর চরণে পূঁজো দেই মনে মনে!
=============            
            
675 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 25 আগষ্ট 2020 17:32
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

4 মন্তব্য