এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 01 মার্চ 2015 10:08

সুচিত্রা

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                বয়স তার তের ছুঁই ছুঁই
সংসারের ভার তার
জুটে গেছে ভাগে,
স্বর্গবাসীনী মা তার মালিনী
সর্প দংশনে মরেছে
অনেক বছর আগে।
বাবা নির্মল রোগে অলস
ভাগ্যের সাথে পাললা দিয়ে ছোটে,
গরুরপাল তাড়া করে সুচিত্রা
কাটায় এবেলা ওবেলা মাঠে।
উত্তপ্ত রোদ আষাঢ়ের বারিধারা
নদীর উত্তল ঢেউ কিছুই
রুধিতে পারে না তারে,
চঞ্চলা মন করে উচাটন
সজিবতার হাসি রেখেছে ধরে।
দিগন্তজোড়া মাঠ আর
বিলের জলের মাঝে
দুরন্তপনা কৈশোরে যেন তার
খুশির বাজনা বাজে।
727 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 01 মার্চ 2015 10:14
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

5 মন্তব্য