এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 26 আগষ্ট 2020 00:40

তুমি এক মহা মানবী ছিলে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                ~~তুমি এক মহা মানবী ছিলে~~

তোমার সাজানো সংসারের তুমুল আবেগময় নিবিড় স্নিগ্ধ ভালোবাসা গুলো পা মারিয়ে
আমার একক শাসন তোমার সব জ্বালিয়ে
তোমার স্বপ্ন তোমার সক্ষমতা সব হারিয়ে
তুমি পথের ধারে খড়কুটা! এ আমার দাম্ভিকতা 
আমি দানবিক এক মহান শাসক।

তোমার সাম্রাজ্য আজ আমার পদতলে 
তুমি রাস্তার মানুষ আজ অকালজাত
আজকে আমার দাম্ভিকতা
আর তোমার অসহায় রাত।

কোথায় তোমার মানবিকতা
কোথায় তোমার মহানুভবতা
কোথায় তোমার গরীবের প্রতি প্রেম
রাস্তায় এখন মহা রানী মেম।

আমি জ্বালিয়ে দিলেম তোমার রঙিন রাজ্য
তোমার সব আমার পদতলে নতজানু
সিদ্ধকাম আজ হাসিল আমার কার্য।

আমি মহা ক্ষমতাধর প্রেমিক
আমি যাই বুঝি তাই ঠিক
আমি যা বলি তাই আইন
তোমার স্বজনেরা আমার পদতলে 
একে একে দিয়েছে লাইন।

আমার বুলেটে তোমার আকাশে সব পাখি ঝরে যাবে
তোমার সব গাছ আমার কামানের আগুনে পুড়ে যাবে। 

একদিন তুমি হবে চিড়িয়াখানায় দর্শনীয় বস্তু
আগামী প্রজন্মের নবীনেরা দেখবে জানবে__
তুমি একদিন সংসারী ছিলে
বিশাল সাজানো রঙিন সংসার ছিলো
ছিলো মানবতার এক বিশালতা
তুমি এক মহা মানবী ছিলে।            
            
845 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 26 আগষ্ট 2020 11:51
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

6 মন্তব্য