এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 26 আগষ্ট 2020 00:56

শেষ কবিতা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                ~~শেষ কবিতা~~ 

আপনি কি জানেন, কবিতা !
আপনি যাকে কবি বলে ডাকতেন 
যার ছবি হৃদয়ে সারাক্ষণ আঁকতেন  
যাকে তুমুল ভালোবাসতেন
যার কাছে রোজ একটি কবিতা চাইতেন
যাকে নিয়ে সারাবেলা গুনগুনিয়ে গান গাইতেন 
তার খবর জানেন।
তার খবর কী এখন রাখেন? 

~স্বামীর সংসারে হাজারও ব্যস্ততায় খবর রাখা হয়নি আমিন ভাই
কাজ আর কাজ বিশ্রাম নেওয়ার সুযোগ নাই 
কি হয়েছে?  কবির!
"আপনি শুনবেন, তবে শুনেন
আপনার বিদায়বেলা থেকে বারটি দিন
বন্ধ ঘরে করেছে উঠা বসা এক ফোঁটা পাড়েনি নিন
তারপর তিন তিনটি মাস
নিজ আলোহীন ঘড়ে করেছে হাজত বাস 
নাওয়া নেই
ঠিকঠাক খাওয়া নেই

~তারপর কি হয়েছে আমিন ভাই 
কবি এখন কেমন আছে
"খুব অসুস্থ মরে কী বাঁচে 
~কেন এমন হলো
"তোমার বিচ্ছেদে ছয় মাসের মাথায় পাগল হলো 
তারপর সেই থেকে পাগলের বুলি
যে যাই করুক চেয়ে চেয়ে দেখো
যাই পাও খাও আর মাখো 
মাঝে মাঝে দেয় চিৎকার
বুকের ব্যথায় লাফালাফি তার
উঃ আমার সবশেষ
সুখে আছে সবাই বেশ

~এখন কেমন আছে কবি
"বুকের মাঝে নিয়ে একখান আপনার পুরাতন ছবি
শয্যাশায়ী ক্যানসারে কঙ্কাল কবি

~থামো ভাই আর কিছু বলো না
"এতো ক্যান কষ্ট পাচ্ছেন করেছিলেন তো ছলনা
~কবি তো আমায় চায় নাই
অভিমান আর অভিমানে 
বেড়েছিল দূরত্ব
" দারিদ্র্যতায় আর দারিদ্র্যতায় হারিয়েছে আপনাকে, হারিয়েছে উজ্জ্বল প্রেমের মহৎ
~আমি তো ডেঁকেছিলাম দেখাই করলো না কাপুরুষ হারামজাদা
" জানেননা আপনি সেদিন বকুল তলায় রক্তাক্ত করেছিলো কবিকে গুণ্ডা সহ আপনার দাদা

~চুপ করো আর শুনতে পারছি না
ভাই একবার চোখের দেখা দেখতে পাবো কিনা
" কবে এসেছেন আপনি এই রসূলপুরে
বাবার বাড়ী 
একবারও কি মনে পরেনি তারি
~কেউ বলে নি আমার কবির খবর
বুকের মাঝে দিয়েছিলাম সেই রাতে স্বপ্নের কবর

"নিয়া যাব আজ রাতে 
দেখা করবেন কবির সাথে
জানেননা আর কোনও দিনও একটি কবিতাও লেখেনি 
কখনও আর একলাইনও কবিতা আবৃতি করেনি।

হাউমাউ করে কাঁদতে কাঁদতে গেলেন কবিতা দৌড়ে
শাড়ীর আচল কাটাবনে বিঁধিয়া বার বার গেলেন পড়ে।

শিহরে নিবু নিবু প্রদীপ
ঘড়ের বাহিরে বৃষ্টি ঝরছে টিপটপ

কবি বন্ধু আমার, আমি আমিন
চক্ষু মেলিয়া দেখো কাকে এনেছি
কবি ফ্যালফ্যাল নয়নে দেখে  
ডুকরে উঠলো ধিরে ধিরে কেঁদে 
____তুমি এসেছো কবিতা
~হ্যা গো, আমি এসেছি
____আমার কাছে বসো চেনা মুখ দেখে একটু বাঁচি 
~ হ্যা বলো
____তুমি শুনবে আমার শেষ কবিতা
কতকাল শুননি আর কবিতা---
..তুমি এসেছো কবিতা
..দেখে নাও নয়নও জুড়ায়ে কঙ্কাল কবির শেষ ছবি তা
..তুমি আসলে এতটা কালপরে আলোক সাজলো আমার ঘর
..আ---আ-মি তো-মা-র প্রেম বিহনে ক-বে-ই হয়ে---ছি প---র...

~ কবি___
আমার কবি, ক---বি---

আকাশে বাতাসে কান্না মাখা আহাজারি
কবির নিঃশ্বাস ফিরে গেছে আপন বাড়ী।
===========            
            
778 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 26 আগষ্ট 2020 11:40
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

6 মন্তব্য