এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 26 আগষ্ট 2020 02:22

কোভিড নাইন্টিন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                ~~কোভিড নাইন্টিন~~

রাস্তা ঘাট ফাঁকা সব, মানুষেরা হোম কোয়ারান্টাইন, 
চীন থেকে সারা বিশ্বেই এখন কোভিড ওয়ান নাইন। 
লগডাউন_
.   দেশ হতে দেশ 
..           শহর হতে শহর 
...                    গ্রাম হতে গ্রাম,
করোনা_
.    আতংকে সকলে
    ..     অফিস আদালত ছুটি
  ...                   তবু ভয়ে ঝরে ঘাম।
ভয়ংকর রকমের ভয়াবহ অবস্থায় গোটা পৃথিবীই, 
ভাবনা, কেভিট নাইন্টিন প্রতিরোধ করবে কি দিই।
চীন থেকে ইটালি 
.      ফ্রান্স জার্মান 
  ..             লম্বা লাশের 
  ...                     বিশাল মিছিল, 
আবিষ্কার হয় নি
.         আমেরিকা কিংবা 
   ..               জাপান ইংল্যান্ড
  ...                         প্রতিষেধক পিল। 
দেশে থেকে দেশ, জাতি থেকে জাতি ক্ষমতার দম্ভ,
দিনদিন পাপ-অনাচার নির্যাতন অত্যাচার কী লম্ফ।
সৃষ্টিকর্তার আদেশ 
.       এতো পাপ করোনা, 
হারিয়ে যাওয়া 
.       শ্রদ্ধা ভক্তি ভাতৃত্ব 
.             মানবাধিকার আর-
...                    মানবতা ফিরিয়ে 
....                           পেলাম হয়তোবা 
                                   ভয়ে, ভাইরাস করোনা। 
বাহিরে না, ঘরে থাকি, হাতে মাখি স্যানিটারি লোশন 
বার বার দু'হাত ধুয়ে,না'ছুঁয়ে আসবে আইসোলেশন।
==================
২৬/০৩/২০২০
ভোরঃ ৪.৪৫
পূর্ব পাড়া, গাইবান্ধা #            
            
731 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 26 আগষ্ট 2020 11:33
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

6 মন্তব্য