~~সিদ্ধান্ত~~ সিদ্ধান্ত আজ কে দেবে ভাই পাই না আপন মানুষ? সবাই আছেন শীতনিদ্রায় সবাই আমরা ফানুস। যানবাহনের বাড়ছে ভাড়া চলছে দেখো গাড়ি- মরতে চাইলে চলে এসো মুখোশ দিও ছাড়ি। সুযোগ বুঝে বাঙালি আজ চলছে যেথায় সেথায়- মরণের ভয় নাই যে তাদের কাঁদে না কেউ ব্যথায়। কেউ বা বলে আস্তে চলো কেউ বা বলে জোরে- এমন কথা শুনলে পরে বেজায় মাথা ঘোরে। করোনায় আজ মরলে পরে কেউ আসে না কাছে- স্বেচ্ছাসেবক দিচ্ছে কবর নিত্য খবর আছে। তাই তো বলি সিদ্ধান্তটা নিতে হবে আবার- কোভিট থেকে মুক্তি পেতে সময় এখন ভাবার! মরণকে জয় করার মতো মহা মানব কে বা? মরণকে জয় করে তুমি করো মানব সেবা। সব জেনেও ভুল করি আজ ভাবি না কেউ পিছে- আসলে ভাই এ পৃথিবী সত্যিকারের মিছে। ===========
নাজমুল কবির
নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।
নাজমুল কবির এর সর্বশেষ লেখা
4 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক মঙ্গলবার, 04 জুলাই 2023 09:30 লিখেছেন mcYKAK
buy cialis online from india Measurement and interpretation of blood pressure
- মন্তব্যের লিঙ্ক বুধবার, 07 জুন 2023 02:44 লিখেছেন Liamtesse
order priligy Not surprisingly, due to preferential retargeting of the first modified allele, only about 10 of the colonies identified carried both targeted alleles BAF250a f, Figure 1D, similar to what has been observed in our mouse BAF250a KO studies 9
- মন্তব্যের লিঙ্ক শুক্রবার, 28 আগষ্ট 2020 20:48 লিখেছেন মোঃ মশিয়ার রহমান (মশি)
অসাধারণ এবং চমৎকার ভাবে সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন দাদা ভাই। কিছু বলবো না কারণ কোন জবাব নাই। অফুরাণ ধন্যবাদ দাদা ভাই।
- মন্তব্যের লিঙ্ক বুধবার, 26 আগষ্ট 2020 19:23 লিখেছেন ইদি আমিন
অসাধারণ প্রকাশ কবি দাদু
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.