এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 27 আগষ্ট 2020 00:57

শাটডাউন ক্লক

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                জানি তো, তুমি আর কখনোই অবুঝকে খুঁজেবে না
অবুঝের বুকের যে হাহাকার তা অনুভব করলে না।

তুমি রচিলে এক ব্লক করা হিয়া কালজয়ী ইতিহাস
ফাজলামো সময়ে পুড়লে সবেই, রক্তাক্ত কারাবাস।
হাস্যজ্বল কিশোর এখন মৃত্যু উপত্যকায় উপন্যাস 
পাঁজর ছেঁড়া ছটফটানিতে বীভৎস যন্ত্রণা বারমাস। 

তোর দেওয়া বিরহে বিষাদে বুকের ভেতর হার্টব্লক
তোর টাইম পাস, গাধা'হৃদপিণ্ডের শাটডাউন ক্লক।            
            
374 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

2 মন্তব্য