এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 01 মার্চ 2015 22:44

গ্রাম ও শহর

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                গাঁয়ের বাড়ির 
ঘরের পাশে,
বাগান বিলাস
রাশে রাশে।
 
জেল্লা বাড়ায়
শহর দেশে,
আমার গাঁয়ের
রঙিন ঘাসে।
 
ঘুঘু ককিল
গাঁয়ে ডাকে,
বধু উদাস
কাজের ফাঁকে।
 
শব্দ দূষণ
শব্দ থেকে,
শহর বধু
উড়ন- পেকে।
 
ঘুম ভাঙানি
মোরগ ডাকে
গ্রামীন উষার
আলোর ফাঁকে।
 
শহর আকাশ
ভারি থাকে
বিদ্ঘুটে সে
কাকের ডাকে।
 
গ্রামের জলে
জোছনা হাঁটে
ঝিকমিকিয়ে
কোমর এঁটে।
 
শহর রাতির
পাটে পাটে,
শিয়াল শকুন
রক্ত চাটে।
 
গ্রাম্য আকাশ
তারায় ভরা,
স্তব্ধ রাতি
মায়ায় জরা।
 
শহর রাতি
নিয়ন ঝরা,
আলোর নিচে
হায়েনারা।
1526 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 02 মার্চ 2015 11:56
শেয়ার করুন
মোঃ আবু সাইদ সরকার

জন্ম ১৯৬৯ সালে ১৩ই সেপ্টেম্বর। বাড়ী বগুড়া জেলার শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের বিরাকইর গ্রামে। পিতাঃ মৃত আব্দুস সোবাহান। মাতাঃ মৃত সুখীতন বিবি। ১৯৯২ সালে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স সহ অর্থনীতিতে এম.এস.এস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় এসে সি.ইন.এড ও এম.এড ডিগ্রি লাভ করেন। বর্তমান একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র জীবন থেকেই ছড়া ও কবিতা লিখে সুনাম অর্জন করেন। ইতোপূর্বে তার বহু লেখা বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ"ঈল্লীয়িনে কিছুক্ষণ"।

মোঃ আবু সাইদ সরকার এর সর্বশেষ লেখা

3 মন্তব্য